বাংলা হান্ট ডেস্ক: নবদ্বীপে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar) কনভয়ের পেছনে থাকা গাড়িতে হামলার অভিযোগ সামনে আসছে। প্রসঙ্গত উল্লেখ্য যে, বুধবার নদিয়ায় একাধিক কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলেন সুকান্ত মজুমদার। এখান থেকে ফেরার পথেই এই হামলা ঘটে বলে জানা গিয়েছে। মূলত, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছেন সুকান্ত। এদিকে, পাল্টা তৃণমূলের ইউনিয়ন অফিসেও হামলা চালানো হয় বলে জানা গিয়েছে।
সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar) কনভয়ে হামলার অভিযোগ:
প্রসঙ্গত উল্লেখ্য যে, সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar) কনভায়ের একদম পিছনে থাকা গাড়িটি হামলার সম্মুখীন হয়। অভিযোগ অনুসারে প্রথমে তৃণমূল হামলা চালায়। তারপরেই INTTUC অফিসে পাল্টা হামলার অভিযোগ উঠেছে। সামগ্রিকভাবে মঙ্গলবার রাতে রীতিমতো তুলকালাম পরিস্থিতি তৈরি হয়েছে নবদ্বীপ বাসস্ট্যান্ডে।

অভিযোগে দাবি করা হচ্ছে যে প্রথমে বিজেপির সভাপতির গাড়িতে হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। তারপরেই INTTUC অফিসে বিজেপি পাল্টা হামলা চালায় বলেও দাবি করা হচ্ছে শাসক দলের তরফে। এমতাবস্থায়, রক্তাক্ত হয়েছেন একাধিক জন। পরিস্থিতি উত্তপ্ত হতেই সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তায় এলাকা ছাড়েন।
আরও পড়ুন: ৫ বছরে মিলেছে ২,০০০ শতাংশেরও বেশি রিটার্ন! শেয়ার বাজারে ঝড় তুলছে এই কোম্পানির শেয়ার
প্রাথমিকভাবে জানা গিয়েছে যে, সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar) কনভয়ের শেষে থাকা দু’একটি গাড়ি রাস্তা ভুল করে নবদ্বীপ বাসস্ট্যান্ডের দিকে চলে গিয়েছিল। আর এই ঘটনার পরেই তৃণমূলের কর্মী সমর্থকেরা হামলা চালায় গাড়ির ওপর। এমতাবস্থায়, সামগ্রিক বিষয়টির পরিপ্রেক্ষিতে সুকান্ত মজুমদার জানিয়েছেন, “আমরা আজকে এখানে পুজো পরিক্রমায় এসেছিলাম। ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে।”
আরও পড়ুন: হয়ে যান সতর্ক! এই কাজটি না করলেই ১ জানুয়ারি থেকে নিষ্ক্রিয় হবে PAN Card, বড় ঘোষণা আয়কর বিভাগের
তিনি (Sukanta Majumdar) আরও বলেন “আমাদের কর্মীদের, নেতাদের গাড়ি ভাঙচুর করা হয়েছে। তাঁরা পিছিয়ে পড়ায় পুলিশের কাছে গিয়ে রাস্তা জানতে চেয়েছিলেন। পুলিশ ঠিক মতো রাস্তা বলতে না পারার যখন শেষে বাসস্ট্যান্ডের কাছে তাঁরা গাড়ি ঘোরাতে আসেন, তখন তৃণমূলের কিছু মদ্যপ নেতা, কর্মী ও গুণ্ডারা আমাদের আমাদের কর্মীদের ওপর হামলা করে।”













