বাংলা হান্ট ডেস্কঃ উত্তরবঙ্গের আলিপুরদুয়ারের পর সোনারপুর (Sonarpur) । বারংবার দুর্নীতির (Corruption) অভিযোগ। এবার সোনারপুরে ১০ কোটির সমবায় দুর্নীতির অভিযোগে তোলপাড়। এমনকি জানা যাচ্ছে, সেই দুর্নীতির, দরুন পাওয়া যাচ্ছে না লক্ষ্মীর ভাণ্ডারের (Lakshmir Bandar) টাকাও। এই নিয়েই শুরু তুমুল বিক্ষোভ।
সোনারপুরের লাঙলবেড়িয়া অঞ্চল সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডে (Cooperative Bank Corruption) ১০ কোটি টাকা আর্থিক দুর্নীতির অভিযোগ। সেই অভিযোগেই বিক্ষোভে সামিল হয়েছেন গ্রামবাসীরা। এদিন কামালগাজি-বারুইপুর বাইপাস অবরোধ করে গ্রাহকদের বিক্ষোভ মিছিল চলেছে বলে জানা গিয়েছে।
কী জানা যাচ্ছে? লাঙলবেড়িয়া অঞ্চল সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডে বহুদিন থেকে টাকার হিসেব না মেলায় গত ফেব্রুয়ারি মাসে গোটা বিষয়টি সামনে আসে। জানা গিয়েছে দীর্ঘ ৬ মাস ধরে নাকি গ্রাহকদের টাকা আটকে রাখা হয়েছে।
আরও পড়ুন: ‘মুসলমান কা বাচ্চা হ্যায়, মারো, ও বড় হয়ে কী করবে…’, ফিরহাদের কথায় তোলপাড়
শুধুই তাই নয় গ্রাহকদের আরও অভিযোগ লক্ষ্মীর ভাণ্ডারের টাকাও পাচ্ছেন না তারা। সোনারপুরের ওই সমবায়ের গ্রাহকদের অভিযোগ, কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডে বিপুল টাকা আর্থিক দুর্নীতির অভিযোগ নিয়ে ইতিমধ্যেই তারা বহুবার প্রশাসনের দ্বারস্থ হয়েছেন।
আরও পড়ুন: নয়া নজির! দেশে প্রথম এই প্রাথমিক স্কুলে মিড-ডে মিলের পাশাপাশি চালু হল ‘ব্রেকফাস্ট’
সকলে মিলে সমবায় দফতর, বিডিও, এসপি বারুইপুরে অভিযোগ জানিয়েও কোনো লাভ হয়নি বলে অভিযোগ। পাশাপাশি স্থানীয় তৃণমূল বিধায়ককে এই বিষয়ে জানালেও কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। প্রশাসন তরফেও প্রতিক্রিয়া মেলেনি।
তাই নিজেদের সমস্যার সুরাহা না হওয়ায় অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়েন তারা। আদালতের দ্বারস্থ হওয়ার পাশাপাশি প্রয়োজনে কেন্দ্রীয় তদন্তকারী ইডি-সিবিআই তদন্তের দাবিও তুলেছেন বিক্ষোভকারীরা।