রাজ্যে নয়া দুর্নীতির অভিযোগ! সামনে এল ‘প্রভাবশালী’র নাম, CBI তদন্ত চেয়ে হাইকোর্টে মামলা

বাংলা হান্ট ডেস্কঃ ২৩ শেষের পথে। সেই ২০২২ থেকে নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) নিয়ে তোলপাড় রাজ্যে। গত বছর জুলাই মাসে শিক্ষক কেলেঙ্কারি ইস্যুতে ইডির হাতে গ্রেফতার হন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। দুর্নীতির অভিযোগে কেন্দ্রীয় এজেন্সির হাতে গ্রেফতার হয়েছেন তৃণমূলের বহু নেতা মন্ত্রী থেকে শুরু করে শিক্ষা দফতরের একাধিক আধিকারিক। এই নিয়ে শোরগোল রাজ্যে। আর এরই মধ্যে রাজ্যের বিএড কলেজের (Allegations of corruption in B.D. College renewal ) নবীকরণের দুর্নীতির অভিযোগ।

নতুন করে দুর্নীতির অভিযোগ জমা পড়ল কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)। এ বার রাজ্যের বিএড কলেজের নবীকরণের দুর্নীতির অভিযোগ। বাবাসাহেব অম্বেডকর বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে জনস্বার্থ মামলা দায়ের কলকাতা হাই কোর্টে। উঠে এসেছে এক ‘প্রভাবশালী’র নামও।

মোটা টাকার বিনিময়ে বেআইনি ভাবে বিএড কলেজগুলির স্বীকৃতি নবীকরণের ব্যবস্থা করছে বাবাসাহেব অম্বেডকর বিশ্ববিদ্যালয়। এই অভিযোগ তুলে হাইকোর্টে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছেন মামলাকারী শক্তিপ্রসাদ মাইতি। ২০২৩-২০২৪ সালের অনুমোদনের ক্ষেত্রে টাকার বিনিময়ে ব্যাপক দুর্নীতি হয়েছে বলে অভিযোগ।

high court

আরও পড়ুন: বছর শেষেই লটারি! মন্ত্রিসভার বৈঠকে ঐতিহাসিক সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর, কাদের খুলল কপাল?

শুধু তাই নয়, সমস্ত দুর্নীতির পেছনে উত্তরবঙ্গের এক ‘প্রভাবশালী’ ‘মিডলম্যান’ হিসাবে কাজ করেছেন বলেও অভিযোগ তোলা হয়েছে। মামলাকারীর অভিযোগ বিশ্ববিদ্যালয়ের অনেক কর্মচারীও এই বেআইনি কাজের সঙ্গে যুক্ত রয়েছেন। এই অভিযোগ তুলে সিবিআই তদন্তেরও দাবি জানানো হয়েছে।

আরও পড়ুন: শীত ভুলে যান! নতুন বছরের আগেই দক্ষিণবঙ্গে খেল শুরু: আবহাওয়ার আপডেট

জানা যাচ্ছে আগামী মঙ্গলবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে এই আবেদনের শুনানি হতে পারে।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর