বাংলাহান্ট ডেস্কঃ বাংলায় মিলছে না মুসুর ডাল। লকডাউনের শুরুতে কেন্দ্র ঘোষণা করে রাষ্ট্র খাদ্য সুরক্ষা আইন (State Food Security Act) অনুযায়ী এপ্রিল মাস থেকেই সব রেশন দোকানে বিনামূল্যে মুসুর ডাল মিলবে। কার্ড পিছু প্রত্যেককে ১ কেজি করে মুসুর ডাল দেওয়ার কথা ঘোষণা করে কেন্দ্র। সেক্ষেত্রে রাজ্যের প্রয়োজন ১৪,৫৩০মেট্রিক টন ডাল। অভিযোগ, সেখানে রাজ্য (State) পেয়েছে মাত্র ১৮০০ মেট্রিক টন মুসুর ডাল। ফলে কেন্দ্রের ডাল রেশনে মিলছে না।
কেন্দ্র মুসুর ডাল পাঠাচ্ছে না। ফলে রেশনে মুসুর ডাল দেওয়া যাচ্ছে না। অন্য রাজ্যকে পরিমাণমতো পাঠানো হলেও, পশ্চিমবঙ্গে (West bengal) নামমাত্র মুসুর ডাল পাঠিয়েছে কেন্দ্র। মুসুর ডাল বণ্টনের ক্ষেত্রে বৈষম্য করছে কেন্দ্র। এই অভিযোগে ক্ষোভ জানালেন রাজ্যের রেশন ডিলাররা।
অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার (All India Fair Price Shop Dealer) ফেডারেশনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু বলেন, “সাধারণ মানুষ আমাদের প্রশ্ন করছেন। সবাইকে জানাতে হচ্ছে কোনওভাবেই রাজ্যে রেশনে মুসুর ডাল দেওয়া যাচ্ছে না।” তাঁর অভিযোগ, “মুসুর ডাল অন্য রাজ্যে যথেষ্ট পাঠানো হয়েছে। বাংলার ক্ষেত্রেই বণ্টনে সমস্যা করা হচ্ছে। মুসুর ডালকে প্রোটিনের অন্যতম উৎস মানা হয়। ফলে রেশনে মুসুর ডাল না পেলে অগণিত মানুষ সমস্যায় পড়বেন।”