লকডাউনের ভেঙেছে সন্ত্রাসীদের কোমর, এখনো পর্যন্ত নিকেশ সবথেকে বেশি জঙ্গি

বাংলা হান্ট ডেস্কঃ করোনা ভাইরাসের সংক্রমণ ছড়ানো থেকে আটকাতে গোটা দেশে লকডাউন জারি আছে। আর এই লকডাউনে জম্মু কাশ্মীরে (Jammu Kashmir) জঙ্গিদের বিরুদ্ধে অভিযান আরও বাড়িয়েছে ভারতীয় সেনা (Indian Army)। এই বছর উপত্যকায় এপ্রিল মাস পর্যন্ত সবথেকে বেশি জঙ্গিকে খতম করা হয়েছে। এদের মধ্যে বেশীরভাগ পাকিস্তানের (Pakistan) জঙ্গি সংগঠনের সাথে যুক্ত।

army 1280x750 1

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, জম্মু কাশ্মীরে এই বছর এখনো পর্যন্ত ৬০ জঙ্গিকে নিকেশ করা হয়েছে। মোট জঙ্গির মধ্যে ২৮ (৪৬ শতাংশ) এপ্রিল মাসে খতম করা হয়েছে। এক মাসে এত জঙ্গি গত বছর মে মাসে মারা হয়েছিল। জঙ্গিদের বিরুদ্ধে অভিযানে সিআরপিএফ আর জম্মু কাশ্মীর পুলিশ নেমেছিল। গত বছর ১৫২ জন জঙ্গিকে মারা হয়েছি, আর গত বছরের এপ্রিল মাসে এই সংখ্যা মাত্র ১১ ছিল।

এই বছর ১৮ টি জঙ্গি জানুয়ারি মাসে খতম হয়েছে। ৭ জন করে জঙ্গিকে ফেব্রুয়ারি আর মার্চ মাসে মারা হয়েছে। মৃত জঙ্গিদের মধ্যে ২০ জন হিজবুল মুজাহিদ্দিনের ছিল। এছাড়াও জইশ এর ৮, লস্করের ৬ আর জম্মু কাশ্মীর ইসলামিক স্টেটে এর ৩ জঙ্গিকে খতম করা হয়েছে।

এছাড়াও ২০ জন জঙ্গিকে সনাক্ত করা সম্ভব হয়নি। শুধু তাই নয়, এই অভিযানে জঙ্গিদের অনেক টপ কম্যান্ডারও খতম হয়েছে। জাহাঙ্গীর ওয়ানি, সাজ্জাদ নবাব ডার আর মুজফফর আহমেদ বাটের মতো কুখ্যাত জঙ্গি কম্যান্ডার এই অভিযানে খতম হয়েছে। সবেথেকে বেশি ১৬ জন জঙ্গি পুলওয়ামার ছিল। আর ১২ জন শোপিয়ানে মারা গেছে।

আধিকারিক সুত্র অনুযায়ী, ‘পাকিস্তানি জঙ্গি সংগঠন লকডাউনের ফায়দা ওঠানোর চেষ্টায় ছিল। লকডাউন ঘোষণার ৩৬-৩৭ দিন আগে জঙ্গিরা নিজেদের বাঙ্কার থেকে বেরি আসে। তাদের ভারতীয় সেনার বিরুদ্ধে অভিযান আরও দ্রুত গতিতে চালানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছিল।”

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর