বাংলা হান্ট ডেস্কঃ মাধ্যমিক শেষ হতেই রাজ্য জুড়ে শুরু হয়েছে উচ্চমাধ্যমিক (HS Exam 2025)। গত ৩ মার্চ থেকে শুরু হয়েছে পরীক্ষা। এর মাঝেই সামনে আসছে বড় খবর! জানা যাচ্ছে, বুধবার উচ্চমাধ্যমিক চলাকালীন শিক্ষক-শিক্ষিকাদের নিগ্রহের ঘটনায় কড়া পদক্ষেপ নিতে পারে শিক্ষা সংসদ (WBCHSE)। ইতিমধ্যেই এই নিয়ে শুরু হয়েছে জোর চর্চা।
শিক্ষক-শিক্ষিকা নিগ্রহের ঘটনায় কড়া পদক্ষেপের পথে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ (HS Exam 2025)?
ঘটনাস্থল মালদহের চামাগ্রাম হাই স্কুল। সেখানে উচ্চমাধ্যমিক পরীক্ষা চলাকালীন নিগ্রহের শিকার হন শিক্ষক-শিক্ষিকারা। সংসদ সূত্র উদ্ধৃত করে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, গতকালের এই ঘটনায় ১১ থেকে ১২ জন শিক্ষার্থী যুক্ত ছিল। ইতিমধ্যেই সংসদের তরফ থেকে ৭ জনকে চিহ্নিত করা হয়েছে।
রিপোর্ট বলছে, উচ্চমাধ্যমিক পরীক্ষা (Higher Secondary Exam) শেষ হলেই ওই শিক্ষার্থীদের কলকাতায় ডেকে পাঠাবে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। সেই সঙ্গেই কামদিতলা হাই মাদ্রাসা বিদ্যালয় কর্তাদেরও ডেকে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ছাত্রছাত্রীদের পাশাপাশি বিদ্যালয়ের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করবে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।
আরও পড়ুনঃ ফের শিরোনামে RG Kar! চিকিৎসা না পেয়ে ৩ ঘণ্টা পড়ে রইল রোগী! অভিযুক্ত জুনিয়র ডক্টরস ফ্রন্ট
শাস্তি স্বরূপ তাদের বিরুদ্ধে কী পদক্ষেপ নেওয়া হচ্ছে, সেটা তাদের সামনে জানানো হবে বলে খবর। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ সূত্র উদ্ধৃত করে সংশ্লিষ্ট প্রতিবেদনে দাবি করা হয়েছে, অভিযুক্ত পড়ুয়াদের পরীক্ষা বাতিল করার মতো সিদ্ধান্ত নিতে পারে সংসদ।
উল্লেখ্য, গতকাল উচ্চমাধ্যমিকের (HS Exam 2025) ইংরেজি পরীক্ষার দিন চামাগ্রাম হাই স্কুলে দেহ তল্লাশিতে বাধা ও শিক্ষকদের ওপর হামলার ঘটনা ঘটে। মারধরের কারণে প্রধান শিক্ষক সহ পাঁচ জন শিক্ষক-শিক্ষিকা আহত হন বলে অভিযোগ। তাঁদের মধ্যে একজন শিক্ষিকার হাতে গুরুতর চোট লাগে। তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যেতে হয়। বাকি আহতদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হস্তক্ষেপ করতে হয় পুলিশকে। এবার এই ঘটনাতেই উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ কড়া পদক্ষেপ নিতে চলেছে বলে খবর।