আইনি গেরোয় ‘পুষ্পারাজ’, লোক ঠকানোর অভিযোগ আল্লু অর্জুনের বিরুদ্ধে

বাংলাহান্ট ডেস্ক: দর্শক মহলে কখন কে নায়ক আর কখন কে খলনায়ক তা বোঝা দায়। কিছুদিন আগে পর্যন্তও ‘পুষ্পারাজ’ আল্লু অর্জুনকে (Allu Arjun) মাথায় তুলে নাচছিল অনুরাগীরা। আবার হঠাৎ করেই কাঠগড়ায় তোলা হয়েছে তাঁকে। বিজ্ঞাপনী প্রচারে মানুষকে ভুল তথ‍্য দেওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।

কোথা উপেন্দর রেড্ডি নামে এক সমাজকর্মী অভিযোগ এনেছেন আল্লুর বিরুদ্ধে। আসলে সম্প্রতি একটি শিক্ষামূলক প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে মুখ দেখিয়েছিলেন অভিনেতা। সমাজকর্মীর দাবি, ওই বিজ্ঞাপনটি বিভ্রান্তিকর এবং ভুল তথ‍্য দেয় মানুষকে।

allu arjun spoofing south cinema in new zomato advertisement displeases his fans heres how they reacted 001
এহেন ভুয়ো তথ‍্য সম্বলিত, লোক ঠকানো বিজ্ঞাপনে মুখ দেখানোর জন‍্য আল্লু অর্জুন এবং সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন ওই সমাজকর্মী। লোক ঠকানোর জন‍্য অভিনেতা এবং ওই প্রতিষ্ঠানকে জবাবদিহি করতে হবে বলে দাবি করেছেন তিনি। তবে বিষয়টা নিয়ে এখনো পর্যন্ত কোনো মন্তব‍্য করেননি আল্লু অর্জুন।

এর আগেও একটি ফুড ডেলিভারি অ্যাপ এবং বাইক অ্যাপের প্রচার করার জন‍্য সমস‍্যার সম্মুখীন হয়েছিলেন অভিনেতা। নিজের গাড়ির জানলার কাঁচ কালো রাখার জন‍্য চালানও গুনতে হয়েছিল আল্লুকে। তাঁর বিলাসবহুল ল‍্যান্ড রোভার রেঞ্জ রোভার লাক্সারি এসইউভি গাড়িটির কাঁচ কালো রাখার জন‍্য জরিমানার মুখে পড়েছিলেন আল্লু।

উল্লেখ‍্য, ভারতে গাড়ির কাঁচে কালো ফিল্ম ব‍্যবহার করা বেআইনি। তবুও নিয়ম ভেঙে অনেকেই ব‍্যক্তিগত গাড়ির কাঁচ কালো রাখেন। মুম্বই, দিল্লি, বেঙ্গালুরুর মতো বড় বড় শহরে এই ট্রাফিক আইন কড়া ভাবে লাগু রয়েছে। যদিও অনেকেই সে আইন মানেন না।

আল্লু অর্জুনও তাঁদের মধ‍্যেই একজন। হায়দ্রাবাদ পুলিস অতি সক্রিয় হয়ে ওঠায় বিপাকে পড়েন তিনি। জানা গিয়েছে, গাড়ির কাঁচে কালো ফিল্ম ব‍্যবহার করার জন‍্য ৭০০ টাকা জরিমানা দিতে হয়েছিল অভিনেতাকে। এখন আবার বিজ্ঞাপনের জন‍্য আইনি জটে ফাঁসলেন তিনি।

Niranjana Nag

সম্পর্কিত খবর