বাংলাহান্ট ডেস্ক : দ্বিতীয় হুগলি সেতু (Second Hooghly Bridge) নিয়ে বড় আপডেট। রবিবার দিনভর বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু। কলকাতা পুলিশের তরফে একটি বিবৃতি জারি করে জানানো হয়েছে এই খবর। যানজট এড়াতে বিকল্প রুটের ব্যবস্থা করছে কলকাতা পুলিশ। সাধারণ মানুষকে যাতে ভোগান্তির শিকার না হতে হয় সেটাই এখন বড় চ্যালেঞ্জ পুলিশের কাছে। মূলত সংস্কারের জন্যই বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু (Second Hooghly Bridge)।
রবিবার বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু (Second Hooghly Bridge)
জানা যাচ্ছে, রবিবার ভোর পাঁচটা থেকে রাত নটা পর্যন্ত বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু (Second Hooghly Bridge)। যান চলাচলের ক্ষেত্রে বিদ্যাসাগর সেতু বা দ্বিতীয় হুগলি সেতুর গুরুত্ব অনেক। হাওড়া-সাঁতরাগাছির বিভিন্ন এলাকার সঙ্গে কলকাতার সড়ক পথে যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ রুট দ্বিতীয় হুগলি সেতু (Second Hooghly Bridge)। প্রতিদিন প্রায় কয়েক হাজার যান চলাচল করে এই সেতু দিয়ে। তাই এই সেতু গোটা একদিন বন্ধ থাকলে শহরের মানুষের ভোগান্তির এক শেষ হবে। তাই পরিকল্পনা করা হয়েছে বিকল্প রুটের।
বিকল্প রুট কী কী: কোন কোন বিকল্প পথ ঠিক করা হয়েছে? কলকাতা পুলিশের বিবৃতিতে জানানো হয়েছে সমস্ত তথ্য। বিবৃতি অনুযায়ী, (১) এজেসি বোস রোড থেকে আসা গাড়িগুলিকে হেস্টিংসের ক্রসিং হয়ে জর্জ গেট রোড এবং স্ট্র্যান্ড রোড হয়ে হাওড়া ব্রিজ দিয়ে চলাচলের ব্যবস্থা করা হবে। (২) হেস্টিংস ক্রসিং হয়ে স্ট্র্যান্ড রোড ধরে সিজিআর রোড ব্যবহারকারীরা হাওড়া ব্রিজে পৌঁছাবেন।
আরও পড়ুন : ব্রেক জার্নির ঝক্কি শেষ! বাঁচবে সময়ও, শহিদ ক্ষুদিরাম থেকে এক মেট্রোতেই এবার সোজা বিমানবন্দর!
বিবৃতি জারি পুলিশের: (৩) যারা কেপি রোড ব্যবহার করবেন তাদের ১১ ফার্লং গেট হয়ে কেপি রোড থেকে রেড রোড দিয়ে উঠতে হবে হাওড়া ব্রিজে। বিবৃতিতে আরও বলা হয়েছে, খিদিরপুরের দিক থেকে সিজিআর রোড ধরে দ্বিতীয় হুগলি সেতুর (Second Hooghly Bridge) দিকে আসা যে গাড়িগুলি পূর্বমুখী হবে তাদের হেস্টিংস ক্রসিং থেকে বাম দিকে মোড় নিতে হবে। তারপর সেন্ট জিওর্জেস গেট রোড ধরে স্ট্র্যান্ড রোড হয়ে হাওড়া ব্রিজে উঠতে হবে।
আরও পড়ুন : উৎসবের মুখে ‘কল্পতরু’ পূর্ব রেল, ৩ টি স্টেশনের জন্য একগুচ্ছ ‘স্পেশ্যাল’ ট্রেনের ঘোষণা, লটারি লাভ যাত্রীদের
উল্লেখ্য, এবার ৩৩ বছরে পা রেখেছে বিদ্যাসাগর সেতু। এই সেতুতে ব্যবহৃত স্টে কেবল, হোল্ডিং ডাউন কেবল, এক্সপ্যানশন জয়েন্টের আয়ু ২৫ বছরেরও বেশি হয়ে গিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এবার সংস্কারের প্রয়োজন হয়ে পড়েছে সেতুর। সেই কারণেই রবিবার বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু।