অধিনায়ক হলেও আমি মুম্বাই ইন্ডিয়ান্স দলে গুরুত্বহীন ব্যক্তি, হঠাৎ কেন এমন কথা বললেন রোহিত শর্মা?

এখনো পর্যন্ত আইপিএলের সবচেয়ে সফল দল মুম্বাই ইন্ডিয়ান্স। আর সবচেয়ে সফল অধিনায়ক মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা। রোহিত শর্মার হাত ধরেই চারবার যেটা এখনো পর্যন্ত দল হিসেবে সবথেকে বেশি বার আইপিএল ট্রফি জিতেছে মুম্বাই ইন্ডিয়ান্স। অথচ সেই রোহিত শর্মাই বলছেন তিনি নাকি মুম্বাই ইন্ডিয়ান্স দলের সবচেয়ে কম গুরুত্বপূর্ণ ব্যক্তি।

সাধারণত যে কোন ক্রিকেট দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে ধরা হয় সেই দলের অধিনায়ক কে। কিন্তু ক্রিকেটের এই থিওরিতে একেবারেই বিশ্বাসী নয় মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা। রোহিত শর্মার কথায়, “আমার মতে যখন আপনি কোন দলের ক্যাপ্টেন হবেন তখন সেই দলে আপনার গুরুত্ব সবথেকে কম থাকবে। আপনার কাছে দলের প্রত্যেক ক্রিকেটারের গুরুত্ব অপরিসীম কিন্তু আপনার নিজের গুরুত্ব সেখানে খুব কম। অন্যান্য অধিনায়করা হয়তো অন্য কিছু মনে করেন কিন্তু অধিনায়ক হিসেবে আমি এই থিওরির উপর বিশ্বাস করি।”

260690908bb2c1b71b85037b6db065fbabf462449987c279c4f6b61b17987967233730c1

রোহিত শর্মার অধিনায়কত্বের এই মনোভাব থেকে অনেক ক্রিকেটপ্রেমী ভারতীয়ই রোহিত শর্মার সঙ্গে মিল খুঁজে পাচ্ছেন প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির। মাঠে নেমে ঠিক একই ভঙ্গিমায় অর্থাৎ ঠান্ডা মাথায় পুরো পরিস্থিতি দক্ষ হাতে সামলাতেন ধোনি এখন সেই কাজই করছেন রোহিত শর্মা।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর