বাংলা হান্ট ডেস্কঃ শনিবার থেকে শুরু হয়েছে রাজ্য সরকারের নতুন প্রকল্প ‘আমার পাড়া, আমার সমাধান’ (Amader Para Amader Samadhan) কর্মসূচি। কিন্তু প্রথম দিনেই প্রকল্প ঘিরে ক্ষোভে ফেটে পড়লেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘ ৩৫ বছর ধরে অবহেলিত একটি রাস্তাকে ঘিরেই তৈরি হয় এই ক্ষোভ। পশ্চিম মেদিনীপুরের ডেবরা ব্লকের ভবানীপুর অঞ্চলে বিক্ষোভ দেখায় স্থানীয়রা।
স্থানীয়দের দাবি, চকরাজপুর থেকে আকালপৌষ পর্যন্ত প্রায় দু’কিলোমিটার রাস্তার হাল বেহাল। এমনকী বর্ষাকালে কাদা, জল জমে একপ্রকার চলাচলের অযোগ্য হয়ে পড়ে ওই রাস্তা। এর ফলে সমস্যায় পড়ছেন কুমারশান্ডা এলাকার স্কুলপড়ুয়ারা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক হরিপদ মান্না জানান, “রাস্তার অবস্থা এতটাই খারাপ যে, নতুন করে কেউ ভর্তি হতে চাইছে না। যারা ছিল, তারাও অন্য স্কুলে চলে যাচ্ছে। প্রশাসনকে বারবার জানিয়েও কোনও লাভ হয়নি।”
রাস্তাই প্রধান সমস্যা, স্বীকার করলেন প্রশাসনের শীর্ষ কর্তারা
প্রকল্পের (Amader Para Amader Samadhan) সূচনার দিনেই ডেবরার বিধায়কের সামনেই রাস্তাঘাট সংস্কারের দাবিতে সরব হয়ে ওঠেন এলাকাবাসী। তাঁদের ক্ষোভ স্বীকার করে ভবানীপুর অঞ্চলের প্রধান জগন্নাথ মুলা বলেন, “মানুষ ঠিকই বলছেন। রাস্তার অবস্থা সত্যিই খারাপ।” ডেবরা ব্লকের বিডিও প্রিয়ব্রত রাড়িও আশ্বাস দিয়েছেন, খুব তাড়াতাড়ি রাস্তা মেরামতের কাজ শুরু হবে।
সরকারি সূত্রে জানা গিয়েছে, এই প্রকল্পের (Amader Para Amader Samadhan) অধীনে নতুন করে দু’টি কাজকে যুক্ত করা হয়েছে, তার মধ্যে অন্যতম ‘রাস্তা’। বিশ্লেষকরা মনে করছেন, রাজ্যের অধিকাংশ এলাকাতেই রাস্তাঘাটের হাল খারাপ, তাই ভোটের আগে মানুষের অভিযোগ বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জেলাশাসক খুরশিদ আলি কাদরি জানান, “কর্মসূচি শুরু হওয়ার আগে জেলা জুড়ে ৩৩টি শিবির করা হয়েছিল। বেহাল রাস্তাগুলি দ্রুত সারানোর কাজ শুরু করা হবে।”
‘আমার পাড়া, আমার সমাধান’ (Amader Para Amader Samadhan) প্রকল্পের মূল লক্ষ্য হল সাধারণ মানুষের সমস্যা মেটানো। সেই মত এই কর্মসূচির মাধ্যমে প্রকাশ্যে এসেছে ভবানীপুর অঞ্চলের ঘটনা যা বহুদিনের পুরনো সমস্যা। এখন এটাই দেখার রাজ্য প্রশাসনের উদ্যোগে নেওয়া এই প্রকল্প কত দ্রুত ভবানীপুর অঞ্চলের মানুষের সমস্যার সমাধান করতে পারে।