UCC মুর্খামি ছাড়া আর কিছু নয়, বিজেপির উদ্দেশ্য হিন্দু রাষ্ট্র গঠন করা! বিস্ফোরক অমর্ত্য সেন

বাংলা হান্ট ডেস্ক : এক দেশ এক আইন নিয়ে এই মুহুর্তে উত্তাল জাতীয় রাজনীতি। আইন কমিশন ইউনিফর্ম সিভিল কোড (Uniform Civil Code) নিয়ে ধর্মীয় সংগঠন এবং জনগণের রায় নেওয়া শুরু করেছে। এরই মধ্যে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজেও এই বিষয়ে সওয়াল করতে শুরু করেছেন। অন্যদিকে, কংগ্রেস (Indian National Congress), এসপি, ডিএমকে এবং টিএমসি (Trinamool Congress)সহ অন্যান্য বিরোধী দলগুলি ২০২৪-এর লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে এইআইনের চরম বিরোধিতা শুরু করেছে। এরই মধ্যে অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য করলেন অর্মত্য সেন।

অভিন্ন দেওয়ানি বিধির সঙ্গে ‘হিন্দু রাষ্ট্রের যোগ’ আছে বলে মনে করেন অর্থনীতিবিদ অমর্ত্য সেন। লোকসভা ভোটের আগে দেশে অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে নতুন করে উদ্যোগ শুরু হয়েছে। আইন কমিশনের পক্ষ থেকে অভিন্ন দেওয়ানি বিধি লাগু করার বিষয়ে বিভিন্ন ধর্মীয় সংগঠন এবং সাধরণ মানুষের মতামত জানতে চাওয়া হয়েছে। বাদল অধিবেশনের আগে প্রধানমন্ত্রী মোদিও অভিন্ন দেওয়ানি বিধির পক্ষে সওয়াল করেছেন।

এর পরই বুধবার শান্তিনিকেতনের প্রতীচী ট্রাস্টের বাড়িতে অমর্ত্য জানান, অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করা আসলে ‘একটা কঠিন জিনিসকে খুব অপ্রতিষ্ঠিত ভাবে সহজ করার প্রচেষ্টা’। অর্থনীতিবিদ বলেন, ‘আজ একটা কাগজে দেখলাম, ইউসিসি নিয়ে আর দেরি করা যায় না! এই রকম মূর্খ কথা কোথা থেকে এল! ইউসিসি না নিয়ে আমরা হাজার বছর ধরে আছি এবং থাকতেও পারি। তাই ইউসিসি-র মধ্যে ধাপ্পা আছে। এটা তাঁরা (কেন্দ্র) কী করে চালু করতে পারেন? চালু করে লাভ হচ্ছে কাদের? তাঁরা যে-ভাবে দেশ চালিয়ে নিয়ে যেতে চান, তার পদ্ধতি ভুল আছে, এটা আমাদের মানতেই হবে।’

amartya sen

তিনি আরও বলেন, ‘হিন্দু রাষ্ট্রের সঙ্গে এর যোগ নিশ্চয়ই আছে। হিন্দু রাষ্ট্র তো ভারতবর্ষের একমাত্র এগোনোর উপায় নয়। হিন্দু রাষ্ট্র হলে যেমন কিছু কিছু পথ বন্ধ করা হবে। অন্য দিকে হিন্দু রাষ্ট্রের সাহায্যে এগোনোর কিছু কিছু পথ প্রশস্ত থাকতে পারে। এটা ঠিকই যে, এর মধ্য হিন্দু ধর্মকে ব্যবহার করা হচ্ছে, যাকে অপব্যবহার বলা যায়। আমি মনে করি, এর মধ্যে সেই অপব্যবহার যথেষ্টই করা হচ্ছে।’

সংসদের বাদল অধিবেশনেই অভিন্ন দেওয়ানি বিধি (UCC) বিল আনতে চায় কেন্দ্র। বিজেপি তথা জনসংঘ সেই প্রতিষ্ঠালগ্ন থেকে বলে আসছে, এক দেশ, দুই বিধান-দুই নিশান হতে পারে না। বস্তুত বিগত বেশ কয়েকটি লোকসভা নির্বাচনে বিজেপির নির্বাচনী ইস্তাহারেও অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করার প্রতিশ্রুতি দেওয়া আছে।

২০২৪ লোকসভা নির্বাচনের আগে সেই প্রতিশ্রুতি পূরণে বদ্ধপরিকর গেরুয়া শিবির। দল হিসাবে বিজেপি তো বটেই, উপরাষ্ট্রপতির মতো সাংবিধানিক পদে থাকা জগদীপ ধনকড়ও (Jagdeep Dhankar) বলে দিচ্ছেন, অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করতে আর এক মুহূর্তও বিলম্ব হওয়া উচিত নয়।


Sudipto

সম্পর্কিত খবর