বাংলাহান্ট ডেস্ক : কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) শান্তিনিকেতনে অমর্ত্য সেনের জমি সংক্রান্ত বিবাদের জেরে নিজেই পৌঁছে যান নোবেল জয়ী অর্থনীতিবিদের কাছে। সেদিন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Amartya Sen) নিজের হাতে জমি সংক্রান্ত নথি তুলে দেন অমর্ত্য সেনকে। এরপরেও বিশ্বভারতী অমর্ত্য সেনকে ১৩ ডেসিমেল জমি নিয়ে একাধিক নোটিশ পাঠায়।
এমন অবস্থায় বল, মৌজা, দাগ নম্বর ধরে জমির খতিয়ান প্রকাশ করল ভূমি ও ভূমি সংস্কার দফতর।
তৃণমূলের (All India Trinamool Congress) মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh) সেই বিষয়ে তথ্য দিয়ে সোমবার একটি টুইটে (Tweet) লিখেছেন, “অমর্ত্য সেনের জমির তথ্য। বিজেপির সমর্থক ব্যক্তিরা অহেতুক ওনাকে অপমান করছে। নোবেল জয়ীর পাশে মাননীয়া মুখ্যমন্ত্রী।”
বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী অবশ্য অমর্ত্য সেনের বিরুদ্ধে একের পর এক অভিযোগ এনেছেন। অন্যদিকে, অমর্ত্য সেনকে বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে পাঠানো হয়েছে তিনটি চিঠি। শেষ চিঠিতে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বলা হয়, অমর্ত্য সেন বা প্রতীচী ট্রাস্ট যদি আগামী ২৯শে মার্চের মধ্যে প্রতিনিধি না পাঠায় তাহলে ধরে নেওয়া হবে তাদের পক্ষ থেকে আর কিছু বলার নেই।
পাশাপাশি সেই চিঠিতে বিশ্বভারতী কর্তৃপক্ষ আরও বলেছে, উচ্ছেদ আইন অনুযায়ী সেক্ষেত্রে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ করা হবে ১৩ ডেসিমেল জমিতে। এরপরই রাজ্যের ভূমি সংস্কার দপ্তর তথ্য ও নথি দিয়ে জানায়, অমর্ত্য সেনের নামে বোলপুরের সুরুল মৌজায় ১.৩৮ একর জমি আছে। এই জমি কিনেছিলেন অমর্ত্য সেনের বাবা আশুতোষ সেন। এই তথ্যের প্রেক্ষিতে বিশ্বভারতী কর্তৃপক্ষ কি জানায় এখন সেই দিকেই তাকিয়ে সবাই।