মধ্যপ্রদেশের এই মাদ্রাসায় গোসেবা করে মুসলিম বাচ্চারা, সাথে সাথে পড়ানো হয় দেশভক্তির পাঠ

বাংলা হান্ট ডেস্কঃ দেশে গরুর নামে রাজনীতি হওয়ার মধ্যে মধ্যপ্রদেশের রাজধানী ভোপাল থেকে একটি অনন্য চিত্র দেখা গেলো। ভোপালে এমন এক মাদ্রাসা আছে, যেখানে মুসলিম ছাত্ররা ইসলামিক শিক্ষার সাথে সাথে গোশালায় গরুর সেবাও করে। প্রসঙ্গত, ভোপালের পাশে তুমড়া গ্রামের দারুল উলুম হুসেনিয়া মাদ্রসাকে প্রথম নজরে বাকি মাদ্রাসার মতই দেখতে লাগে। কিন্তু এই মাদ্রাসায় একটি বিশেষতা আছে। এই মাদ্রাসায় থাকা একটি গোশালা, অন্যান্য মাদ্রাসার থেকে এটিকে আলাদা রাখে।

madarsa

মাদ্রসায় পড়া বাচ্চারা শিক্ষার সাথে সাথে গো সেবা করাও শেখে। ভোপালের পাশের এই মাদ্রসাতে প্রায় ২০০ ছাত্র পড়াশুনা করে। সকাল থেকে বিকেল পর্যন্ত এই ছাত্রদের ইসলামিক শিক্ষার সাথে সাথে মডার্ন এডুকেশন যেমন হিন্দি, ইংলিশও শেখানো হয়। এছাড়াও এই মাদ্রাসার বাচ্চাদের দেশভক্তির পাঠও পড়ানো হয়। সকালের শুভারম্ভ পড়াশুনা দিয়ে শুরু হয় এই মাদ্রাসায়। এরপর ছাত্ররা একে একে গোশালায় যায়, আর গোসেবা করে। এই ছাত্ররা গরুদের খাবারও খাওয়ায়। এছাড়াও এই গোশালার গরুর দুধ মাদ্রাসার ছাত্রদের খাওয়ানো হয়। এই মাদ্রাসায় গরুদের রোজই স্নান করানো হয়। আর আশেপাশের মাঠে এই গরু গুলোকে চরার জন্য ছাড়া হয়।

madarsa 3

দারুন উলুম হুসেনিয়া মাদ্রাসার সেক্রেটারি সুফি মুশাহিদ উজ জামান খান চিশতী বলেন, এই মাদ্রাসার সংস্থাপক বহু বছর আগে এখানে গরু নিয়ে এসেছিলেন পালবেন বলেন। গরুর ঘি আর দুধ রোগের থেকে লড়াই করার জন্য শক্তি যোগায়। আর তারপর থেকে ওই গরুর বংশ দিয়েই এই গোশালা তৈরি হয়েছে। এখানে ২৫ টি গরু আর মোষ আছে। মুশাহিদ বলেন, এই মাদ্রাসায় পড়াশুনার সাথে সাথে মুসলিম বাচ্চাদের গোসেবা করাও শেখানো হয়।

Koushik Dutta

সম্পর্কিত খবর