জানুয়ারিতেই আসছে বদল! Amazon Prime দিল নয়া আপডেট! সাবস্ক্রিপশনটা নিয়েছেন তো?

Published On:

বাংলাহান্ট ডেস্ক : নতুন বছরে সাবস্ক্রিপশন (Subscription) সংক্রান্ত বিষয়ে বদল আনতে চলেছে অ্যামাজন প্রাইম (Amazon Prime)। যদি আপনিও অ্যামাজন প্রাইমের মেম্বারশিপ নিয়ে থাকেন তাহলে এই খবর অবশ্যই আপনার জন্য। ভিডিও স্ট্রিমিং ডিভাইসের নিয়মে বেশ কিছু বদল নিয়ে আসার পরিকল্পনা রয়েছে অ্যামাজন প্রাইমের।

নয়া নিয়ম আনছে অ্যামাজন প্রাইম (Amazon Prime)

এমনিতেই অ্যামাজন প্রাইমের (Amazon Prime) যারা প্রাইম মেম্বার তারা ডিভাইসের প্রকারভেদের কোন শর্ত ছাড়া লগইন করতে পারেন সর্বোচ্চ পাঁচটি ডিভাইজে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে এই নিয়মে বদল আনার চিন্তাভাবনা রয়েছে অ্যামাজন প্রাইমের। ডিভাইসের প্রকারভেদ সম্পর্কিত নিয়মে পরিবর্তন আনার কথা রয়েছে।

Amazon Prime

অ্যামাজনের হেল্প পেজ থেকে জানানো হয়েছে যে, অ্যামাজন প্রাইম ভিডিওতে ২০২৫ সালের জানুয়ারি মাস থেকে ডিভাইসের প্রকারের একটি সীমা নির্ধারণ করে দেওয়া হবে। নির্দিষ্ট একটি দিনের পর থেকে সর্বাধিক পাঁচটি ডিভাইসে লগইন করতে পারেন যার মধ্যে দুটি টিভি থাকতে পারে। একই সময়ে যে কোনো ৩০ দিনের ভ্যালিডিটিতে সর্বোচ্চ ২টি বিদ্যমান ডিভাইস সরাতে বা পরিবর্তন করা যাবে।

আরোও পড়ুন : মাসে মাসে মিলছে ১০০০ টাকা! সরকারি প্রকল্পের সুবিধা নিচ্ছেন সানি লিওনি! ‘ফাঁস’ হতেই যা হল…

২০২৫ সালের জানুয়ারি এরপর থেকে কোন ব্যবহারকারী অ্যামাজন প্রাইম ভিডিওর কনটেন্ট একইসঙ্গে দুটির বেশি প্রেম করতে চান তাহলে অন্য একটি অ্যামাজন প্রাইম অ্যাকাউন্ট থাকতে হবে। একসঙ্গে মোট পাঁচটি ডিভাইসে (Device) স্ট্রিম করতে পারবেন গ্রাহকরা। এই পাঁচটির মধ্যে মোবাইল ল্যাপটপ কিংবা টিভিও থাকতে পারে।

ধীরে ধীরে ই-মেইলের মাধ্যমে শর্তাগুলিতে পরিবর্তন আনার কথা গ্রাহকদের (Customer) জানাচ্ছে অ্যামাজন। গ্রাহকদের যে মেইল পাঠানো হয়েছে তাতে লেখা রয়েছে, “প্রাইম মেম্বার হওয়ার জন্য এবং আপনাকে বিনোদনের সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। প্রাইম মেম্বারশিপের অংশ হিসেবে আপনি এবং আপনার পরিবার সর্বোচ্চ ৫টি ডিভাইসে প্রাইম ভিডিয়োর কনটেন্ট দেখতে পারবেন।”

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর

X