বাংলা হান্ট ডেস্কঃ আম্বালা এয়ারফোর্স স্টেশনকে (Ambala Air force Station) বোমা দিয়ে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া যুবক কে গ্রেফতার করল পুলিশ। মাত্র ৪৮ ঘণ্টার মধ্যেই ষড়যন্ত্রের পর্দাফাঁস করে পুলিশ। এরপর একটি প্রেস কনফারেন্স করে অভিযুক্তকে গ্রেফতার করার কথা জানায় পুলিশ আর এটাও জানায় যে, অভিযুক্ত কেন আম্বালা এয়ারফোর্সকে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছিল।
বিশাল নামের এক যুবক আম্বালা এয়ারফোর্সকে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছিল। পুলিশ অভিযুক্তকে আম্বালার বিজয়রত্ন চৌক থেকে গ্রেফতার করে। আজ এই বিষয়ে প্রেস কনফারেন্সের সময় ডিএসপি যুবকের প্রধান উদ্দেশ্য খোলসা করে। ডিএসপি বলেন, অভিযুক্ত OLX এ প্রতারণার শিকার হয়েছিল। আর যারা তাঁর সাথে প্রতারণা করে, তাঁরা নিজেদের সেনার সাথে যুক্ত বলেছিল।
শুধু তাই নয়, যুবকের হুমকি ভরা চিঠিতে যেই মহিলার নাম লেখা ছিল, সেই মামলারও খোলসা করে পুলিশ। ডিএসপি জানান, প্রেমে আঘাত পাওয়ার পর যুবক বদলা নেওয়ার জন্য চিঠিতে প্রাক্তন প্রেমিকার নাম লেখে। আপাতত পুলিশ যুবককে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে।
অভিযুক্ত যুবক নিজের ভুল স্বীকার করেছে এবং বলেছে যে, মাথা গরমে আমি এই চিঠি লিখেছিলাম আর পোস্টও করে দিই। কিন্তু কোন হামলা করার ইচ্ছে আমার ছিল না। চিঠি ডাকে পোস্ট করার পর আমি নিজের ভুল বুঝতে পারি। আপনাদের জানিয়ে দিই, এই আম্বালা এয়ারফোর্স স্টেশনে ফ্রান্স থেকে আনা রাফাল রাখা হয়েছে। আর এই হুমকি ভরা চিঠি পাওয়ার পর সরকার এবং পুলিশ প্রশাসনের রাতের ঘুম উড়ে গিয়েছিল।