অনন্ত-রাধিকার বিয়ে উপলক্ষ্যে বড় পদক্ষেপ আম্বানি পরিবারের! তৈরি হচ্ছে ১৪ টি মন্দির, অবাক করবে সৌন্দর্য

বাংলা হান্ট ডেস্ক: তিনি ভারতের শ্রেষ্ঠ ধনুকবের। পাশাপাশি, বিশ্বের শ্রেষ্ঠ ধনী ব্যক্তিদের তালিকাতেও তিনি রয়েছেন একদম প্রথমসারিতে। এমতাবস্থায়, তাঁর ছেলের বিয়েতে যে মহাসমারোহে আয়োজন সম্পন্ন হবে তা আর বলার অপেক্ষা রাখে না। হ্যাঁ, ঠিক ধরেছেন আমরা মুকেশ আম্বানির (Mukesh Ambani) ছোট ছেলে অনন্ত আম্বানি (Anant Ambani) এবং ব্যবসায়ী বীরেন এ. মার্চেন্টের (Viren A. Merchant) কন্যা রাধিকা মার্চেন্টের (Radhika Merchant) বিবাহের বিষয়েই বলছি। গুজরাটের (Gujarat) জামনগরে আগামী ১ মার্চ থেকে ৩ মার্চ পর্যন্ত চলবে তাঁদের বিয়ের অনুষ্ঠান। তবে, অনন্ত এবং রাধিকার বিয়ের আগে, আম্বানি পরিবার জামনগরে ১৪ টি মন্দির (Temple) তৈরি করেছে। যেগুলির গঠনশৈলী এবং সৌন্দর্য সবাইকে চমকে দেবে।

মন্দিরের ভিডিও প্রকাশ করেছে রিলায়েন্স ফাউন্ডেশন: ইতিমধ্যেই রিলায়েন্স ফাউন্ডেশনের তরফে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম “এক্স”-এ একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। যেখানে মন্দিরগুলির সৌন্দর্যের একটি আভাস পাওয়া গিয়েছে। ওই ভিডিওতে রিলায়েন্স ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারপার্সন নীতা আম্বানি এবং মন্দির নির্মাণকারী শিল্পীদেরকেও দেখা গিয়েছে। ওই মন্দিরগুলির নির্মাণ ভারতীয় ঐতিহ্য, পরম্পরা এবং সংস্কৃতির সংরক্ষণ ও প্রচারের প্রতি নীতা আম্বানির ইতিবাচক দৃষ্টিভঙ্গিকেও তুলে করে।

মন্দির নির্মাণে নিয়োজিত রয়েছেন বিভিন্ন সম্প্রদায়ের মানুষ: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, এই মন্দিরগুলি নির্মাণে বিভিন্ন সম্প্রদায় এবং বিভিন্ন ধর্মের মানুষ প্রত্যক্ষভাবে যুক্ত রয়েছেন। পাশাপাশি, ওই ভিডিওতে নীতা আম্বানি “জয় শ্রী কৃষ্ণ” বলে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি তাঁদের উদ্দেশ্যে এটাও বলেন যে, মন্দিরগুলি নির্মিত হয়ে গেলে তাঁরা আনন্দ পাবেন।

আরও পড়ুন: গাভাস্কার খুঁজে পেলেন দ্বিতীয় ধোনিকে! ধ্রুব জুরেলের খেলায় মুগ্ধ হয়ে প্রশংসার বন্যা প্রাক্তন ক্রিকেটারের

বিয়ের অনুষ্ঠানের প্রধান আকর্ষণ হবে মন্দির: রিলায়েন্স ফাউন্ডেশন জানিয়েছে যে, অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের বিবাহের সূচনাকে চিহ্নিত করে আম্বানি পরিবার গুজরাটের জামনগরে একটি বিশাল মন্দির কমপ্লেক্সে নতুন মন্দিরগুলি তৈরি করেছে। মন্দিরগুলিতে অত্যন্ত সূক্ষভাবে খোদাই করা স্তম্ভ, দেব-দেবীর ভাস্কর্য এবং চিত্রকর্ম রয়েছে। এই মন্দির কমপ্লেক্স ভারতের সমৃদ্ধ সাংস্কৃতিক এবং আধ্যাত্মিক পরিচয়কে প্রতিফলিত করে বিয়ের অনুষ্ঠানের প্রধান আকর্ষণ হয়ে উঠবে।

আরও পড়ুন: জমিতে রসুন পাহারা দিচ্ছে বন্দুকধারী গার্ড, বসানো হল সিসিটিভি ক্যামেরাও, দামের গেরোয় সতর্ক চাষিরা

অতিথিদের জন্য ঐতিহ্যবাহী স্কার্ফ উপহার দেওয়া হবে: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, অনন্ত এবং রাধিকার বিয়েতে আগত অতিথিদের গুজরাটের কচ্ছ এবং লালপুরের মহিলা কারিগরদের দ্বারা তৈরি ঐতিহ্যবাহী স্কার্ফ উপহার দেওয়া হবে। উল্লেখ্য যে, অনন্ত এবং রাধিকা ২০২৩ সালের জানুয়ারিতে মুম্বাইতে তাঁদের পারিবারিক বাসভবন অ্যান্টিলিয়াতে একটি অনুষ্ঠানের মাধ্যমে বাগদান সম্পন্ন করেছিলেন।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর