বাংলা হান্ট ডেস্ক: এবার একটি বড় আপডেট সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, ধনকুবের মুকেশ আম্বানির পরিবার (Ambani Family) নিউ ইয়র্কে সম্পন্ন হতে চলা বৃহৎ সাংস্কৃতিক অনুষ্ঠান “ইন্ডিয়া উইকেন্ড” স্থগিত করেছে। আয়োজকরা জানিয়েছেন যে “অপ্রত্যাশিত পরিস্থিতির” কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
বড় সিদ্ধান্ত আম্বানি পরিবার (Ambani Family):
জানিয়ে রাখি যে, এই সিদ্ধান্তটি এমন এক সময়ে নেওয়া হয়েছে যখন আমেরিকা এবং ভারতের মধ্যে বাণিজ্যিক সম্পর্কে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে রাশিয়া থেকে ভারতের তেল ক্রয় এবং ভারতীয় পণ্যের ওপর আমেরিকা কর্তৃক বর্ধিত শুল্ক নিয়ে এই পরিস্থিতি তৈরি হয়েছে।
আগামী ১২ সেপ্টেম্বর ওই অনুষ্ঠানটি হওয়ার কথা ছিল: জানিয়ে রাখি যে, আগামী ১২ সেপ্টেম্বর নিউ ইয়র্কের লিঙ্কন সেন্টারে নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টারের (NMACC) তরফে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। যেখানে ভারতীয় সংস্কৃতি এবং শিল্পকলা প্রদর্শিত হওয়ার পরিকল্পনা ছিল। বিখ্যাত শেফ বিকাশ খান্না থেকে শুরু করে ডিজাইনার মনীশ মালহোত্রার মতো ব্যক্তিত্বদেরও উপস্থিতির কথা ছিল। তবে, এখন ওই অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। তবে, আয়োজকরা স্পষ্ট করে জানিয়েছেন যে, এটি বাতিল করা হয়নি। এটি কেবল স্থগিত করা হয়েছে এবং যাঁরা টিকিট কিনেছেন তাঁদের টাকা ফেরত দেওয়া হবে।
আরও পড়ুন: সামনে এল “অত্যন্ত কঠিন” ব্রঙ্কো টেস্টের ফলাফল! উত্তীর্ণ হলেন রোহিত শর্মা?
ট্রাম্প ভারতের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছেন: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, আমেরিকা সম্প্রতি ভারতীয় পণ্যের ওপর শুল্ক দ্বিগুণ করেছে। যা এখন ৫০ শতাংশে পৌঁছেছে। মার্কিন আধিকারিকরা রাশিয়া থেকে সস্তা দামে ভারতের তেল কেনার বিরোধিতা করেছেন। তাঁদের মতে, এটি ইউক্রেন যুদ্ধের অবসানের প্রচেষ্টার জন্য একটি ধাক্কা। এদিকে, ভারত অবস্থান স্পষ্ট করে বলেছে যে রাশিয়া থেকে তেল কেনা তাদের অর্থনৈতিক প্রয়োজন এবং এটি তাদের জ্বালানি নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ।
আরও পড়ুন: রাজস্থান থেকে “বিতাড়িত” হয়েছেন দ্রাবিড়? এবি ডি ভিলিয়ার্সের প্রতিক্রিয়ায় শুরু জোর জল্পনা
উল্লেখ্য যে, ২০২৫ সালের প্রথমার্ধে ভারতের মোট তেল সরবরাহের প্রায় ৩৫ শতাংশ রাশিয়া থেকে এসেছিল। এমতাবস্থায়, আম্বানি পরিবারের (Ambani Family) অনুষ্ঠান স্থগিত করাকে ভারত-মার্কিন সম্পর্কের ক্রমবর্ধমান উত্তেজনার লক্ষণ হিসেবে দেখা হচ্ছে। তবে, NMACC জানিয়েছে যে নিউ ইয়র্কে ভারতীয় সংস্কৃতি প্রদর্শনের তাদের স্বপ্ন এবং ভবিষ্যতে এই অনুষ্ঠানটি অবশ্যই আয়োজন করা হবে। জানিয়ে রাখি যে, মুকেশ আম্বানির কোম্পানি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ বিশ্বের বৃহত্তম তেল পরিশোধন কমপ্লেক্স পরিচালনা করে এবং রাশিয়া থেকে তেল কেনার ক্ষেত্রে ভারতের বৃহত্তম কোম্পানি হিসেবে বিবেচিত হয়।