চিনকে টেক্কা, এবার ভারতে এই বিশেষ চাহিদাপূর্ণ সামগ্রী তৈরি করবেন আম্বানি! প্রস্তুতি তুঙ্গে

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে দিন যত এগোচ্ছে ততই বিশ্বজুড়ে সেমিকন্ডাক্টর চিপ (Semiconductor Chip) তৈরির লক্ষ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করছে একের পর এক দেশ। পাশাপাশি, এই দৌড়ে সামিল রয়েছে ভারতও (India)। শুধু তাই নয়, ভারতকে “সেমিকন্ডাক্টর হাব” হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে সরকারের তরফেও নজর দেওয়া হচ্ছে। তবে, এবার ঠিক এই আবহেই অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে।

জানা গিয়েছে, এবার ভারত তথা এশিয়ার সর্বশ্রেষ্ঠ ধনকুবের মুকেশ আম্বানির (Mukesh Ambani) রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ (Reliance Industries) সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিংয়ের ক্ষেত্রে “এন্ট্রি” নেওয়ার কথা ভাবছে। এই প্রসঙ্গে নিউজ এজেন্সি রয়টার্সের খবর অনুযায়ী, রিলায়েন্স এই সেক্টরে প্রবেশের সম্ভাবনা খতিয়ে দেখছে। এজন্য বিদেশি চিপ প্রস্তুতকারীদের সঙ্গেও কথাবার্তা চলছে। তবে ঠিক কোন কোম্পানির সাথে এই বিষয়ে কথা হচ্ছে সেই সম্পর্কে কোনো নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।

Ambani is going to make this world's demanding product in India

এদিকে, এই সম্ভাবনা বাস্তবে রূপ নিলে সেমিকন্ডাক্টর আমদানি কমানোর জন্য কেন্দ্রীয় সরকার যে লক্ষ্য নিয়েছে তা আরও মজবুত হবে। যদিও এই প্রসঙ্গে রিলায়েন্সের তরফে কিছু বলা হয়নি বা ভারতের আইটি মন্ত্রক এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অফিস থেকেও কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

আরও পড়ুন: ৭ বছর ধরে প্রতিদিন দোকানে আসে এই গরু! ভগবানের মতো শ্রদ্ধা করে বসার জন্য গদি বানালেন মালিক

এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, বর্তমান সময়ে যুগের সাথে তাল মিলিয়ে ভারতের পাশাপাশি বিশ্বব্যাপী সেমিকন্ডাক্টরের চাহিদা বাড়ছে। এমতাবস্থায়, ভারত সরকার অনুমান করছে যে, দেশের অভ্যন্তরীণ চিপের বাজার ২০২৮ সালের মধ্যে ৮০ বিলিয়ন ডলারে পৌঁছে যাবে। যা বর্তমানে রয়েছে ২৩ বিলিয়ন ডলারে।

আরও পড়ুন: LPG-র পর কবে সস্তা হচ্ছে পেট্রল-ডিজেল? পেট্রোলিয়াম মন্ত্রীর ঘোষণা জেনে খুশি হয়ে যাবেন

চেষ্টা করছে বেদান্তও: প্রসঙ্গত উল্লেখ্য যে, ভারতীয় সংস্থা বেদান্ত তাইওয়ানের কোম্পানি ফক্সকনের সাথে সেমিকন্ডাক্টর চিপ তৈরির লক্ষ্যে কারখানা স্থাপনের জন্য একটি চুক্তি করেছিল। কিন্তু কয়েক মাসের মধ্যেই সেই চুক্তি ভেঙে যায় এবং ফক্সকন বেরিয়ে আসে। যদিও, প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, ফক্সকন ভারতে সেমিকন্ডাক্টর কারখানা স্থাপনের জন্য STMicroelectronics NV-র সাথে আলোচনা করছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর