একসময়ের পর্দার মেয়েই আজকে মনের মানুষ! এ কী কান্ড! বছর ৪৫’র অম্বরিশের প্রেমিকা এই অভিনেত্রী

বাংলাহান্ট ডেস্ক : প্রেমের ফাঁদ পাতা ভুবনে। অনেকেই বলেন প্রেম করলে নাকি সুস্থ থেকে মন ও শরীর দুটোই। প্রেম নিয়ে আমাদের উন্মাদনা চিরকালই বেশি। তবে সেলিব্রেটিদের প্রেম কথা আমাদের কাছে আবার একটু বেশিই উন্মাদনার। বলিউড হোক কিংবা টলিউড, তারকাদের লাভ লাইফ চিরকাল থাকে আলোচনার শীর্ষে।

পুণ্যিপুকুর ধারাবাহিকে অম্বরীশ ভট্টাচার্যের মেয়ের চরিত্রে অভিনয় করেছিলেন আয়েশা ভট্টাচার্য। সেই আয়েশার সাথেও নাকি ‘বিশেষ সম্পর্কে’ রয়েছেন বছর ৪৫ এর অম্বরীশ! কাঞ্চন মল্লিক-শ্রীময়ী চট্টোরাজ, দোলন রায়-দীপঙ্কর দের অসম বয়সের প্রেম নিয়ে কম জলঘোলা হয়নি সমাজ মাধ্যম আর সংবাদ মাধ্যমে।

আরোও পড়ুন : হোটেলের দরজা খুলেই মাথায় হাত, সানাকে নিয়ে পুলিশ …! ভয়ঙ্কর অভিজ্ঞতা সৌরভের

এবার কি তবে সেই তালিকায় নতুন সংযোজন অম্বরীশ-আয়েশা? এই জল্পনা নিয়ে প্রশ্ন করতেই হেসে লুটোপুটি খেলেন আয়েশা। একটি সংবাদ মাধ্যমকে জানালেন,  ‘প্রেম করছি না, অম্বরীশদার প্রেমিকার চরিত্রে অভিনয় করছি।’ জিতের প্রযোজনা সংস্থার তরফে আসতে চলেছে নতুন ছবি ব্যুমেরাং। জিৎ আর রুক্মিণী মৈত্রকে এই ছবির মুখ্য ভূমিকায় দেখা যাবে।

আরোও পড়ুন : ৫০০০ টাকা দেবে রাজ্য সরকার, তাও বছরে দু’বার! দেখুন, পশ্চিমবঙ্গে কারা এই স্কিমে উপকৃত হবেন

দেবচন্দ্রিমা সিংহ রায় এবং সৌরভ দাসকেও দেখা যাবে এই ছবিতে। এই ছবিতে অম্বরীশ ভট্টাচার্যের চরিত্র নিয়ে বলতে গিয়ে আয়েশা জানালেন, “বেশ গুরুত্বপূর্ণ আমার আর অম্বরীশদার ক্যারেক্টারটা। বেশ মজার চরিত্রে অভিনয় করছি দুজনে। আমাদের শ্যুটিং শেষ হয়েছে বেশ কয়েকমাস আগে।

ambarish ayesha 1712208937893 1712208951511

পাশাপাশি তার আরোও সংযোজন, “আমাদের অসম বয়সের প্রেমের ঘটনা সুন্দরভাবে এই ছবিতে ফুটিয়ে তোলা হয়েছে। ভালো লাগবে দর্শকদের। সুন্দর লাগবে দেখতে। এর আগেও মজার চরিত্রে অভিনয় করেছে অম্বরীশ দা। তবে এবারের চরিত্রটি বেশ অন্যরকম।” এই গরমের ছুটিতে মুক্তি পেতে চলেছে ব্যুমেরাং। এই ছবির মুক্তির তারিখ ঠিক করা হয়েছে ১০ মে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর