বাংলাহান্ট ডেস্ক : রাজ্যের কৃষকদের কথা ভেবে বড় সিদ্ধান্ত মমতা সরকারের। রাজ্য সরকারের এই প্রকল্প প্রধানমন্ত্রী কিষান যোজনার থেকেও অধিক সুবিধা প্রদান করছে। রাজ্য সরকারের এই প্রকল্পের নাম কৃষক বন্ধু। কারা কারা আবেদন করতে পারবেন এই প্রকল্পে? জেনে নিন সবকিছু বিস্তারিতভাবে। কৃষক বন্ধু প্রকল্পের সব থেকে বড় বৈশিষ্ট্য হল এর আর্থিক সহায়তা।
দুর্ঘটনাজনিত কারণে মৃত্যু হলে এই প্রকল্পের অধীনে পরিবারকে দু লক্ষ টাকা আর্থিক সাহায্য করা হয়। এছাড়াও কৃষকদের আর্থিকভাবে লাভবান করাও এই প্রকল্পের অন্যতম মূল উদ্দেশ্য। এক একর বা তার বেশি কৃষি জমি থাকলে বছরে ১০ হাজার টাকা আর্থিক সাহায্য করা হয় কৃষককে। এছাড়াও চার হাজার টাকার আর্থিক সাহায্য করা হয় যদি এক একরের কম জমি থাকে।
আরোও পড়ুন : গরমে হাসফাঁস অবস্থা আমজনতার! কাল থেকেই তাপমাত্রা ছাড়াবে ৪২, এই জেলাগুলোয় হাই অ্যালার্ট
পশ্চিমবঙ্গের বাসিন্দারা এই প্রকল্পে আবেদন জানাতে পারবেন। আবেদনকারীর বয়স ১৮ থেকে ৬০ বছরের মধ্যে হতে হবে। মালিক চাষী বা ভাড়াটে চাষী হিসাবে কৃষি কাজে যুক্ত থাকতে হবে কৃষককে। এছাড়াও এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আধার কার্ড থাকা বাধ্যতামূলক। স্থানীয় ব্লক উন্নয়ন অফিস বা পঞ্চায়েত অফিসে আপনাকে যেতে হবে এই প্রকল্পে আবেদন করার জন্য।
আপনার বসবাসের প্রমাণপত্র দেখিয়ে সেখান থেকে আবেদনপত্র সংগ্রহ করতে হবে। আবেদনপত্র পূরণ করার পর সেটি জমা দিতে হবে। তারপর সমস্ত তথ্য খতিয়ে দেখবে ব্লক ডেভেলপমেন্ট অফিস বা পঞ্চায়েত অফিস। এরপর সমস্ত নিয়মাবলী ও শর্ত পূরণ হলে সেই আবেদনপত্র মান্যতা পাবে। সব মিলিয়ে বলা যায়, এই প্রকল্পের দৌলতে ভাগ্য খুলবে বহু কৃষক পরিবারের।