কংগ্রেস নেতার ছেলে বিয়ের প্রস্তাব দিলেন আমিশাকে, ৪৫-এ এসে বাঁধা পড়বেন অভিনেত্রী!

বাংলাহান্ট ডেস্ক: সোশ‍্যাল মিডিয়ায় প্রকাশ‍্যে বিয়ের প্রস্তাব পেলেন আমিশা পটেল (ameesha patel)। দীর্ঘদিনের চর্চিত প্রেমিক সর্বসমক্ষে বিয়ের প্রস্তাব দিলেন অভিনেত্রীকে। বহুদিনের রাখঢাক করা সম্পর্কের পর অবশেষে প্রকাশ‍্যেই ভালবাসা স্বীকার করলেন আমিশা। উত্তরে অপরদিক থেকে এল বিয়ের প্রস্তাব।

জানেন আমিশার এই চর্চিত প্রেমিকটি কে? তিনি হলেন প্রয়াত কংগ্রেস নেতা আহমেদ পটেলের ছেলে ফয়জল পটেল (faisal patel)। দুদিন আগেই জন্মদিন গিয়েছে তাঁর।  সেই উপলক্ষেই জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিলেন আমিশা। নিজের ও ফয়জলের কয়েকটি ছবির কোলাজ শেয়ার করে তিনি লেখেন, ‘শুভ জন্মদিন আমার ডার্লিং, খুব ভালবাসি। নতুন বছর দারুন কাটুক।’

Faizal Patel proposed Amisha Patel on Twitter later deleted the
সঙ্গে সঙ্গে পালটা টুইটে ফয়জল লেখেন, ‘ধন‍্যবাদ আমিশা। আমি সর্বসমক্ষে আনুষ্ঠানিক ভাবে প্রোপোজ করছি। আমাকে বিয়ে করবে?’ কিন্তু কোনো কারণ বশত পরক্ষণেই টুইটটি মুছে ফেলেন ফয়জল। দীর্ঘদিন ধরেই বলিউডের অভ‍্যন্তরে গুঞ্জন আমিশা ও ফয়জলের সম্পর্ক নিয়ে। কিন্তু কখনোই বিষয়টা স্বীকার করেননি তাঁরা। যদিও ফয়জল বিপত্নীক। ২০১৭ সালে হৃদরোগ ও স্নায়বিক রোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন তাঁর স্ত্রী।

https://twitter.com/ameesha_patel/status/1476444524578840580?t=gnIMgcZMQY_GQSId0e6m-w&s=19

নব্বইয়ের দশকে সুপারহিট বলিউড নায়িকাদের মধ্যে অবধারিত ভাবে আসবে আমিশা পটেলের নাম। কহো না পেয়ার হ্যায় ছবিতে হৃতিক রোশনের বিপরীতে তাঁর অভিনয় সকলেরই মনে গেঁথে গিয়েছে। মাঝে পারিবারিক কিছু বিবাদের জেরে অভিনয় থেকে দূরে সরে গিয়েছিলেন তিনি। তবে সম্প্রতি ‘গদর ২’ দিয়ে ছবিতে কামব‍্যাক করছেন আমিশা।

amisha patel 148653075900
দশেরা তথা বিজয়া দশমীর দিন সিক‍্যুয়েল ছবির মোশন পোস্টার শেয়ার করে সুখবর দিয়েছিলেন সানি দেওল। সিক‍্যুয়েল ছবিতেও সানির নায়িকা হচ্ছেন আমিশা পটেলই। পাশাপাশি থাকছেন উৎকর্ষ শর্মা। প্রথম ছবির মতো সিক‍্যুয়েলের পরিচালনার দায়িত্বে রয়েছেন অনিল শর্মা।

উৎকর্ষ পরিচালক অনিল শর্মারই ছেলে। প্রথম ছবিতেও সানি ও আমিশার ছেলে হয়েছিলেন উৎকর্ষ। সে সময় অবশ‍্য অনেক ছোট ছিল সে। বড় হয়েও যখন উৎকর্ষকে ফের দেখা যেতে চলেছে সিক‍্যুয়েলে তখন বোঝাই যাচ্ছে, যেখানে আগের ছবির গল্প শেষ হয়েছিল সেখান থেকেই শুরু হতে চলেছে নতুন ছবির গল্প।

Niranjana Nag

সম্পর্কিত খবর