বাংলাহান্ট ডেস্ক: প্রতারণার অভিযোগে পুলিসে অভিযোগ দায়ের হল অভিনেত্রী আমিশা পটেলের (Ameesha Patel) বিরুদ্ধে। ৪ লক্ষ টাকা পারিশ্রমিক নিয়ে মাত্র ৩ মিনিটের জন্য মুখ দেখানোর অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। এক ঘন্টার পারফরম্যান্সের জন্য এই পরিমাণ টাকা নিয়েছিলেন আমিশা। অথচ মাত্র তিন মিনিট থেকেই অনুষ্ঠান থেকে বেরিয়ে যান তিনি। এরপরেই প্রতারণার দায়ে পুলিসে অভিযোগ দায়ের হয়েছে আমিশার নামে।
এই ঘটনা খান্ডওয়া জেলার মা নবচন্ডী দেবীধামের। শনিবার সেখানেই দেবীধামের স্থাপনা দিবস উপলক্ষে এক সাংষ্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। প্রায় পাঁচ-সাত হাজার দর্শক হয়েছিল অনুঠানে। এক ঘন্টার পারফরম্যান্স করার কথা ছিল আমিশার। কিন্তু মাত্র তিন মিনিট মঞ্চে থেকেই ইন্দোরের পথে পাড়ি দেন তিনি।
এরপরেই এক স্বেচ্ছাসেবী সংস্থার তরফে প্রতারণার অভিযোগ দায়ের হয় আমিশার বিরুদ্ধে। যদিও অভিনেত্রীর বক্তব্য অন্য রকম। আমিশার দাবি, নিজের প্রাণের ভয় ছিল তাঁর। তবে স্থানীয় পুলিস তাঁকে সব রকম ভাবে রক্ষা করেছে। পুলিসকে ধন্যবাদও দিয়েছেন আমিশা।
জানা যাচ্ছে, শনিবার রাত প্রায় সাড়ে আটটা নাগাদ খান্ডওয়া পৌঁছান আমিশা। তারও এক ঘন্টা পর রাত সাড়ে নটা নাগাদ মন্দির প্রাঙ্গনে উপস্থিত হন তিনি। কিন্তু এক ঘন্টার জায়গায় মাত্র তিন মিনিটে পারফরম্যান্স শেষ করেই অনুষ্ঠান ছেড়ে চলে যান আমিশা।
প্রসঙ্গত, নব্বইয়ের দশকে সুপারহিট বলিউড নায়িকাদের মধ্যে একজন হলেন আমিশা পটেল। কহো না পেয়ার হ্যায় ছবিতে হৃতিক রোশনের বিপরীতে তাঁর অভিনয় সকলেরই মনে গেঁথে গিয়েছে। মাঝে পারিবারিক কিছু বিবাদের জেরে অভিনয় থেকে দূরে সরে গিয়েছিলেন তিনি। তবে আবার ‘গদর ২’ দিয়ে ছবিতে কামব্যাক করছেন আমিশা। তাঁর বিপরীতে রয়েছেন সানি দেওল।