বুড়ো বয়সে ভীমরতি! ৪৫ পেরিয়ে পাকিস্তানি অভিনেতার প্রেমে মজলেন আমিশা?

Last Updated:

বাংলাহান্ট ডেস্ক: ৪০ ছুঁয়েছেন অনেক দিন আগেই। ‘কহো না পেয়ার হ্যায়’ এর নায়িকাকে এখন আর দেখাই যায় না কোনো ছবিতে। তবুও জনপ্রিয়তা হারাননি আমিশা পটেল (Ameesha Patel)। বয়স বেড়েছে স্বাভাবিক নিয়মে, আগের সেই রূপও হয়েছে ফিকে। কিন্তু এখনো মাঝে মধ্যেই চর্চায় উঠে আসেন আমিশা। সৌজন্যে তাঁর ব্যক্তিগত জীবন।

এখনো পর্যন্ত অবিবাহিত রয়েছেন আমিশা। আদৌ কি কোনো সম্পর্কে রয়েছেন তিনি তা জানার আগ্রহ অনুরাগীদের। একাধিক বার একাধিক জনের নাম জড়িয়েছে তাঁর সঙ্গে। কিন্তু কোনো বারই কিছু স্বীকার করেননি আমিশা। তবে এবারে ব্যাপারটা কিছুটা গুরুতর। এক পাকিস্তানি অভিনেতার প্রেমে নাকি হাবুডুবু খাচ্ছেন অভিনেত্রী।


গুঞ্জনের সূত্রপাত আমিশার একটি ভিডিও থেকে। পাক  অভিনেতা ইমরান আব্বাসের সঙ্গে একটি ভিডিও শেয়ার করেছিলেন তিনি সোশ্যাল মিডিয়ায়। বাহরিনে একটি অনুষ্ঠানে দেখা হয় আমিশা ও ইমরানের। সুযোগের সদ্ব্যবহার করে অভিনেত্রীর একটি পুরনো ছবির গানের সঙ্গে রিল ভিডিও বানিয়েছিলেন দুজনে।

ভিডিও ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গেই গুঞ্জন ছড়ায়, প্রেম করছেন আমিশা ইমরান। বিষয়টা নিয়ে বাড়াবাড়ি হতে মুখ খোলা সমীচিন বলে মনে করেছেন ‘গদর’ অভিনেত্রী। এক সাক্ষাৎকারে বিষয়টা নিয়ে বলতে গিয়ে হেসেই উড়িয়ে দিয়েছেন তিনি যাবতীয় জল্পনা। ইমরান নাকি তাঁর খুব ভাল বন্ধু।

আমিশা জানান, গুঞ্জনের ব্যাপারে তিনি অবগত। কমেন্ট গুলো পড়ে একচোট খুব হেসেছেন তিনি। গোটা ব্যাপারটাই নাকি খুব বোকা বোকা। আমিশা জানান, ইমরানকে তিনি বহু বছর ধরে চেনেন। একসঙ্গে আমেরিকার একটি ইউনিভার্সিটিতে পড়তেন তাঁরা। এত বছর পরে দেখা হওয়ায় একসঙ্গে মজা করছিলেন তাঁরা। তখনি ভিডিওটি শুট করা হয়। আগে থেকে কোনো পরিকল্পনা ছিল না। কিন্তু ভিডিওটি পছন্দ হওয়ায় আপলোড করেছিলেন তাঁরা।

https://www.instagram.com/reel/Cirhp12IJlb/?igshid=YmMyMTA2M2Y=

আমিশা আরো বলেন, পাকিস্তানের অনেক বন্ধুর সঙ্গেই এখনো যোগাযোগ রেখেছেন তিনি। তাঁরা সকলেই ভারতকে খুব ভালবাসেন। তাছাড়া ইমরানও যেহেতু একজন অভিনেতা তাই তাঁদের কথা বলার বিষয়ও অনেক বেশি।

সম্পর্কিত খবর

X