অভিনয়ই জানেন না! আমিশার সঙ্গেও আদায়-কাঁচকলায় সম্পর্ক বানিয়ে রেখেছেন করিনা

বাংলাহান্ট ডেস্ক: বলিউডে বেশিরভাগ অভিনেত্রীর সঙ্গেই খারাপ সম্পর্ক করিনা কাপুর খানের (kareena kapoor khan)। বেবো ও তাঁর ‘গার্লস গ‍্যাং’ এর ব‍্যাড বুকে রয়েছেন এমন তারকার সংখ‍্যা অনেক। করিনার মতে, বলিউডের বহু অভিনেত্রীই হয় অভিনয় করতে জানেন না, নয়তো তাঁদের ফ‍্যাশন সেন্স নেই। আমিশা পটেল (ameesha patel) সম্পর্কেও এমনি মন্তব‍্য করেছিলেন বেগম সাহেবা।

আমিশা করিনার খারাপ সম্পর্কের সূত্রপাত সেই ২০০০ সালে। সে বছরেই মুক্তি পেয়েছিল ‘কহো না পেয়ার হ‍্যায়’। বলিউডে অভিষেক করেছিলেন আমিশা ও হৃতিক রোশন। কিন্তু প্রথমে নাকি হৃতিকের বিপরীতে নির্মাতাদের পছন্দ ছিলেন করিনা। তবে তা সম্ভব না হওয়াতে আমিশার কাছে নায়িকা হওয়ার প্রস্তাব যায়।

amisha patel 148653075900
সেই থেকেই আমিশার উপরে রাগ করিনার। শোনা যায়, বেবো নাকি মন্তব‍্য করেছিলেন আমিশা খুব খারাপ একজন অভিনেত্রী। সম্প্রতি বিষয়টা নিয়ে মুখ খোলেন ‘গদর’ অভিনেত্রীও। কিন্তু করিনার বিরুদ্ধে পালটা বিষ ওগড়াননি তিনি।

বলিউডি সংবাদ মাধ‍্যমের সঙ্গে সাক্ষাৎকারে আমিশা বলেন, “আমার কোনো শত্রু নেই। এমনকি করিনা যখন কোনো ছবি বা গানে ভাল পারফর্ম করে, আমি আমার ঘনিষ্ঠ বন্ধুদের বলি যে ও খুব ভাল কাজ করেছে। আমার মনে হয় ও খুব সুন্দর একজন নারী এবং দারুন অভিনেত্রী। ওর বিরুদ্ধে আমার কিছুই বলার নেই।”

Kareena Kapoor Khan in Judy Zhang in Mumbai 1366x768 1
আমিশা আরো জানান, এত বছর ধরে তাঁদের বিবাদের গুঞ্জন নিয়েও অনেক প্রশ্ন উঠেছে। কিন্তু তিনি কখনোই কোনো মন্তব‍্য করেননি। করলেও তিনি করিনার ব‍্যাপারে ভাল কথা বলে এসেছেন আর ভবিষ‍্যতেও তাই বলবেন। কারণ আমিশার মতে, বেবোকে তিনি চেনেন তাঁর অভিনয়ের দৌলতে। সেই ক্ষেত্রে তাঁর কিছু বলার নেই। করিনার কিছু বলার থাকলে তিনি বলুন।

প্রসঙ্গত, মাঝে পারিবারিক কিছু বিবাদের জেরে অভিনয় থেকে দূরে সরে গিয়েছিলেন তিনি। তবে সম্প্রতি ‘গদর ২’ দিয়ে ছবিতে কামব‍্যাক করছেন আমিশা। তাঁর বিপরীতে রয়েছেন সানি দেওল।

Niranjana Nag

সম্পর্কিত খবর