আমেরিকায় থাকার নিশ্চয়তা চাইছে ট্রাম্প সরকার, বাংলাদেশিদের জন্য চালু হল ভিসা বন্ড ব্যবস্থা

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক: আমেরিকায় (America) ভিসা পেতে এ বার আরও বেশি অর্থের জোগান রাখতে হবে বাংলাদেশের নাগরিকদের। নতুন নিয়ম অনুযায়ী, আমেরিকায় প্রবেশের অনুমতি পেতে বাংলাদেশিদের ভিসা বন্ড হিসাবে সর্বোচ্চ ১৫ হাজার ডলার পর্যন্ত জমা রাখতে হতে পারে, যা ভারতীয় মুদ্রায় প্রায় ১৩ লক্ষ টাকারও বেশি। আগামী ২১ জানুয়ারি থেকেই এই নিয়ম কার্যকর হচ্ছে বলে জানিয়েছে মার্কিন প্রশাসন। তবে প্রত্যেক আবেদনকারীর ক্ষেত্রে বন্ডের অঙ্ক এক নয়, পরিস্থিতি অনুযায়ী টাকার পরিমাণে কিছু হেরফের হতে পারে।

আমেরিকার (America) ভিসা পেতে এ বার আরও বেশি অর্থ খরচ করতে হবে বাংলাদেশের নাগরিকদের

ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এর আগেই আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার একাধিক দেশের নাগরিকদের জন্য ভিসা বন্ডের নিয়ম চালু করেছিল। মঙ্গলবার সেই তালিকায় বাংলাদেশ ও ভেনেজুয়েলাসহ আরও কয়েকটি দেশকে যুক্ত করা হয়েছে। বর্তমানে মোট ৩৮টি দেশ এই তালিকার আওতায় এসেছে। সংবাদসংস্থা রয়টার্স আমেরিকার বিদেশ দফতরের সূত্র উদ্ধৃত করে জানিয়েছে, নির্দিষ্ট কিছু দেশের নাগরিকদের ক্ষেত্রে এই কঠোর ব্যবস্থা কার্যকর করা হচ্ছে।

আরও  পড়ুন: ‘অন্যকে উপদেশ দেওয়ার আগে আয়নায় তাকান’— নাম না করে আমেরিকাকে বার্তা এস জয়শংকরের

বিদেশ দফতরের বক্তব্য অনুযায়ী, তালিকাভুক্ত দেশগুলির পাসপোর্টধারী কেউ যদি আমেরিকার পর্যটক বা ব্যবসায়িক ভিসা (বি১/বি২) পাওয়ার যোগ্য হন, তা হলে তাঁকে ভিসা বন্ড জমা দিতে হবে। এই বন্ডের পরিমাণ ৫ হাজার, ১০ হাজার অথবা ১৫ হাজার ডলার হতে পারে। আবেদনকারীর সাক্ষাৎকারের সময়ই সংশ্লিষ্ট আধিকারিকরা ঝুঁকি মূল্যায়নের ভিত্তিতে চূড়ান্ত অঙ্ক নির্ধারণ করবেন।

আমেরিকার বিদেশ দফতর আরও জানিয়েছে, ভিসা বন্ড সংক্রান্ত শর্তে আবেদনকারীকে সে দেশের সরকারি অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম ‘পে.গভ’-এর মাধ্যমে সম্মতি জানাতে হবে। হোয়াইট হাউসের দাবি, ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও বহু বিদেশি নাগরিক আমেরিকায় থেকে যাচ্ছেন। সেই প্রবণতা ঠেকাতেই এই আর্থিক বন্ডের ব্যবস্থা চালু করা হয়েছে, যাতে নির্ধারিত সময়ের মধ্যে ভিসাধারীরা দেশে ফিরে যেতে বাধ্য হন।

 America adds Bangladesh to visa bond list.

আরও  পড়ুন: ট্রাম্পের গ্রিনল্যান্ড পরিকল্পনা ঘিরে চাপানউতোর, সামরিক অভিযানের ইঙ্গিত হোয়াইট হাউসের

দ্বিতীয় বার ক্ষমতায় এসেই অভিবাসন নীতি আরও কড়া করার পথে হেঁটেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। ইতিমধ্যেই বহু অবৈধ অভিবাসীকে আমেরিকা থেকে ফেরত পাঠানো হয়েছে। পাশাপাশি এইচ-১বি ভিসা, গ্রিন কার্ড এবং অন্যান্য অভিবাসন প্রক্রিয়াতেও কঠোরতা বেড়েছে। এমনকি ভিসা আবেদনকারীদের সমাজমাধ্যমের কার্যকলাপও খতিয়ে দেখছে মার্কিন অভিবাসন দফতর। এই নীতির ধারাবাহিকতাতেই গত অগস্টে কয়েকটি দেশের নাগরিকদের জন্য ভিসা বন্ড চালু হয়, আর মঙ্গলবার সেই তালিকায় বাংলাদেশ, ভেনেজুয়েলা, নেপাল, নাইজেরিয়া-সহ একাধিক দেশের নাম যুক্ত হল।