এ কেমন বন্ধুত্ব! ভারতের ওপর উচ্চ শুল্ক আরোপ করে পাকিস্তানের সঙ্গে বড় “ডিল” আমেরিকার

Published on:

Published on:

America-Pakistan recent deal update.

বাংলা হান্ট ডেস্ক: ভারতের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপকারী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার পাকিস্তানের সঙ্গে একটি বড় চুক্তির বিষয়ে জানিয়েছেন। ট্রাম্প বলেছেন যে, আমেরিকা পাকিস্তানকে (America-Pakistan) তার তেলের ভাণ্ডারের উন্নয়নে সহায়তা করার জন্য প্রস্তুত। শুধু তাই নয়, ট্রাম্প আরও জানিয়েছেন যে, হয়তো একদিন পাকিস্তান ভারতের কাছে তেল বিক্রি করবে। তাঁর মতে, ভারতের সঙ্গে ট্যারিফ ডিল নিয়ে আলোচনা চলছে।

পাকিস্তানের সঙ্গে বড় চুক্তি আমেরিকার (America-Pakistan):

ট্রাম্পের মতে, আমেরিকা পাকিস্তানকে (America-Pakistan) তার বিশাল তেলের ভাণ্ডারের উন্নয়ন ঘটাতে সাহায্য করার জন্য একটি চুক্তি করেছে। তবে, কোন কোম্পানিকে এই কাজ দেওয়া হবে তা এখনও স্পষ্ট নয়। উল্লেখযোগ্য বিষয় হল, এই বিষয়টি এমন একটি সময়ে সামনে এসেছে যখন আমেরিকা ভারতের ওপর উচ্চ শুল্ক আরোপ করেছে এবং রাশিয়া থেকে তেল কেনার জন্য জরিমানাও আরোপ করেছে।

America-Pakistan recent deal update.

ইতিমধ্যেই ট্রাম্প ট্রুথ সোশ্যালে লিখেছেন, “আমরা পাকিস্তানের সঙ্গে একটি চুক্তি সম্পন্ন করেছি। যেখানে পাকিস্তান এবং আমেরিকা (America-Pakistan) তাদের তেলের ভাণ্ডারের উন্নয়নের জন্য একসঙ্গে কাজ করবে। আমরা একটি তেল কোম্পানি নির্বাচনের প্রক্রিয়ার মধ্যে রয়েছি। যারা এই অংশীদারিত্বের নেতৃত্ব দেবে। কে জানে তারা (পাকিস্তান) একদিন ভারতের কাছে তেল বিক্রি করবে।”

আরও পড়ুন: সবার আগে দেশ! সেমিফাইনালেও পাকিস্তানের মুখোমুখি নয়, WCL ২০২৫ থেকে নাম প্রত্যাহার ভারতের

কেন ভারতের ওপর উচ্চ শুল্ক আরোপ করা হয়: গত বুধবার ট্রাম্প ২৫ শতাংশ শুল্ক আরোপের পাশাপাশি ব্রিকস গ্রুপ এবং নয়াদিল্লির সঙ্গে “বিশাল” বাণিজ্য ঘাটতির কথা উল্লেখ করেছেন। পাশাপাশি, তিনি বলেছেন যে, আমেরিকা বর্তমানে ভারতের সঙ্গে আলোচনা করছে। হোয়াইট হাউসে ট্রাম্প বলেন, “আমরা এখন আলোচনা করছি এবং এর মধ্যে ব্রিকসের বিষয়টিও অন্তর্ভুক্ত। আপনারা জানেন, ব্রিকস মূলত আমেরিকা বিরোধী দেশগুলির একটি দল এবং ভারত এর সদস্য। এটি আমেরিকান মুদ্রার ওপর আক্রমণ এবং আমরা কাউকে এটি করতে দেব না।”

আরও পড়ুন: সন্ত্রাসের মেঘ সরিয়ে কাশ্মীরে সাংস্কৃতিক নবজাগরণ, “কাশুর রিওয়াজ ২০২৫” উৎসবে তৈরি হল ২ টি বিশ্বরেকর্ড

ট্রাম্প বলেন, “এই সিদ্ধান্তটি আংশিকভাবে ব্রিকসের কারণে নেওয়া হয়েছে এবং কিছুটা হলেও ঘাটতিরও এতে ভূমিকা রয়েছে। আমাদের বিশাল ঘাটতি রয়েছে।” ট্রাম্প আরও বলেন, “আপনার জানেন যে প্রধানমন্ত্রী (নরেন্দ্র) মোদী আমার বন্ধু। কিন্তু বাণিজ্যের ক্ষেত্রে তিনি আমাদের সঙ্গে খুব বেশি জড়িত নন।”