আমেরিকার ‘দাদাগিরি’র পালটা চাল রাশিয়ার, পরমাণু সংঘর্ষের ইঙ্গিত! তৃতীয় বিশ্বযুদ্ধ কি অবশ্যম্ভাবী?

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : রাশিয়া-ইউক্রেন, ইজরায়েল-প্যালেস্টাইন, ভারত-পাকিস্তান, ইজরায়েল-ইরানের পর এবার রাশিয়া-আমেরিকা (America-Russia)। একের পর এক দেশের মধ্যে ক্রমেই চড়ছে সংঘর্ষের পারদ। বিশ্ব অশান্ত হচ্ছে দিন দিন। শুল্ক যুদ্ধ দিয়ে যা শুরু হয়েছিল তা ক্রমে আরও বড় আকার নিতে চলেছে। ইতিমধ্যেই ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে দুটি পারমাণবিক সাবমেরিন মোতায়েন করা হয়েছে রাশিয়ার (America-Russia) উদ্দেশে। এবার কি তবে বিশ্বের অন্যতম শক্তিধর দুই দেশের মধ্যে বাঁধবে সংঘর্ষ? কী পরিণতি হবে তার?

রাশিয়ার সঙ্গে বিবাদে জড়িয়েছে আমেরিকা (America-Russia)

কিছুদিন আগেই একযোগে ভারত এবং রাশিয়ার অর্থনীতিকে ‘মৃত’ বলে কটাক্ষ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়ার থেকে ভারত তেল কেনায় যে তিনি মোটেই সন্তুষ্ট নন তা প্রকাশ্যেই বুঝিয়ে দিয়েছেন তিনি। উপরন্তু ‘মিত্র’ ভারতের উপরে চড়া শুল্কও চাপিয়েছেন ট্রাম্প। এবার রাশিয়ার (America-Russia) সঙ্গে বিতন্ডায় জড়ালেন তিনি।

America-Russia clash indicates to third world war

ট্রাম্প-মেদভেদেভ বিতর্ক: সম্প্রতি রাশিয়ার (America-Russia) প্রাক্তন প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ ট্রাম্পকে সতর্ক করে বলেন, ট্রাম্প ভয়ঙ্কর খেলায় মেতেছেন রাশিয়ার সঙ্গে। এই খেলার পরিণতি মারাত্মক হতে পারে। প্রতিটি শর্ত এবং হুমকিই যুদ্ধের দিকে এক ধাপ এগোনো। পালটা কটাক্ষ শানিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, মেদভেদেভ এখনও নিজেকে প্রেসিডেন্ট ভাবেন। তাঁর নিজের কথাবার্তা সামলানো উচিত। খুবই ভয়ঙ্কর জায়গায় ঢুকে পড়ছেন তিনি।

আরও পড়ুন : বিমানের পর এবার ট্রেনও, লাগেজের ক্ষেত্রে নির্দিষ্ট ওজন সীমা বেঁধে দিল ভারতীয় রেল

ডেড হ্যান্ডের হুঁশিয়ারি: এরপরই নিজের টেলিগ্রাম চ্যানেলে মারাত্মক ইঙ্গিত দেন প্রাক্তন রুশ (America-Russia) প্রেসিডেন্ট মেদভেদেভ। ট্রাম্পকে খোঁচা দিয়ে তিনি বলেন, ভারত এবং রাশিয়ার (America-Russia) ‘মৃত’ অর্থনীতির কথা বলতে গেলে রাশিয়ার ‘ডেড হ্যান্ড’ এর কথাও মনে রাখা উচিত। সেটা কতটা বিপজ্জনক হতে পারে তা মনে রাখা উচিত ট্রাম্পের। উল্লেখ্য, ঠাণ্ডা যুদ্ধের সময় তৈরি হয়েছিল এই ‘ডেড হ্যান্ড’। সোভিয়েত ইউনিয়নের উপরে হামলা হলে স্বয়ংক্রিয় ভাবে পরমাণু হামলা চালাত ডেড হ্যান্ড। তা যে এখনও একই রকম বিপজ্জনক তা ট্রাম্পকে মনে করিয়ে দিয়েছেন মেদভেদেভ।

আরও পড়ুন : পুষ্টিগুণে ঠাসা, কিন্তু এভাবে খেলেই শরীরের জন্য ‘বিষ’! ইলিশ সঠিকভাবে রান্নার পদ্ধতি জানেন?

এরপরেই রাশিয়ার উদ্দেশে দুটি পরমাণু সাবমেরিন পাঠিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তবে সেগুলি পরমাণু অস্ত্র বহনকারী নাকি পরমাণু জ্বালানি চালিত তা স্পষ্ট নয়। আমেরিকার পরমাণু সংঘর্ষের ইঙ্গিত সত্ত্বেও পুতিন অবশ্য নির্বিকার। দেশের অন্দরে ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়ানো এবং ইউক্রেনের আরও ভেতরে ঢোকার নির্দেশও দিয়েছেন সেনাকে।