মাত্র 27 বছর বয়সে ইহলোকের মায়া ত্যাগ করে পরলোকে গমন করলেন আমেরিকার বক্সার প্যাট্রিক ডে। জীবন যুদ্ধে পরাজিত হয়ে শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হার মানলেন আমেরিকার বক্সার প্যাট্রিক ডে। গত শনিবার রিংয়ে প্যাট্রিক লড়াই করছিলেন চার্লস কর্নওয়েলের সাথে। লড়াই করার সময় দশম রাউন্ডে মারাত্মক রকম ভাবে চোট পান প্যাট্রিক। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন প্যাট্রিক। চিকিৎসার জন্য সঙ্গে সঙ্গে তাকে নর্থওয়েস্ট্রান মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
হাসপাতালে নিয়ে গেলে তড়িঘড়ি মাথায় অস্ত্রপ্রচার করা হয় প্যাট্রিকের আর তারপরেই কোমায় চলে যায় প্যাট্রিক। তারপর আর জ্ঞান ফেরেনি তার।
জানা গিয়েছে হাসপাতালে যখন প্যাট্রিক মারা যায় সেই সময় সেখানে উপস্থিত ছিলেন প্যাট্রিকের পরিবারের লোকজন, বন্ধু, তার বক্সিং টিমের সদস্যরা সেই সাথে উপস্থিত ছিলেন কোচ এবং মেন্টর। প্যাট্রিক শুধুমাত্র একজন ভালো বক্সারই ছিলেন না সেই সাথে উনি ছিলেন একজন ভালো মনের মানুষ এবং ইতিবাচক মনোভাব সম্পন্ন একজন মানুষ।
প্যাট্রিকের মৃত্যুর খবর পেয়ে শনিবারের ঘটনার জন্য স্যোসাল মিডিয়ায় দুঃখপ্রকাশ করেছেন কনওয়েল। কনওয়েল বলেছেন এমন কিছু ঘটুক সেটা কোনদিনই চাই নি। আমি শুধু জিততে চেয়েছিলাম কিন্তু এই ভাবে আঘাত লাগবে আমি বুঝতে পারি নি। সম্ভব হলে সমস্ত আঘাত আমি ফিরিয়ে নিতাম।
‘বিজেপির মেদ হয়েছে…’ বিস্ফোরক দিলীপ ঘোষ, শুভেন্দুকে নিয়েও বড় মন্তব্য প্রবীণ নেতার