‘পুতিনকে একটু বোঝান, এটা বিপজ্জনক’, রাশিয়াকে থামাতে ভারতের কাছে কাতর আবেদন আমেরিকার

বাংলা হান্ট ডেস্ক : দ্রুত অর্থনৈতিক পরাশক্তি হিসেবে নয় বরং একটি কৌশলগত বৈশ্বিক খেলোয়াড় হিসেবে এগিয়ে চলেছে ভারত (India)। গত কয়েক বছরে সারা বিশ্বেই ভারতের প্রভাব বেড়েছে। যার নমুনা দেখা গেছে মিউনিখ নিরাপত্তা সম্মেলনে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন (Antony Blinken) ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের (S Jaishankar) কাছে এক বিশেষ অনুরোধ রেখেছেন। আমেরিকান গোয়েন্দা সংস্থার দাবি, ভারত এই অনুরোধ রাখলে গোটা বিশ্বেই শান্তি নেমে আসবে।

আসলে আমেরিকান গোয়েন্দা সংস্থার অনুমান, রাশিয়া মহাকাশে পারমাণবিক অস্ত্র মোতায়েন করার পরিকল্পনা করছে। খুব সম্ভবত ২০২২ সাল থেকেই এই প্রচেষ্টায় নিযুক্ত রয়েছে রাশিয়া। আমেরিকা চায়, ভারত তার বন্ধুদেশ রাশিয়ার সাথে এই বিষয়ে কথা বলুক এবং ভ্লাদিমির পুতিনকে অনুরোধ করুক এই পরিকল্পনা থেকে বিরত থাকতে।

‘নিউইয়র্ক টাইমস’-এর প্রতিবেদনে বলা হয়েছে, মিউনিখে চলমান নিরাপত্তা সম্মেলনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্করের সঙ্গে দেখা করেন আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী। সেখানেই ব্লিঙ্কেন এই গোটা বিষয়টি নিয়ছ এস জয়শঙ্করের সাথে আলোচনা করেন। মার্কিন যুক্তরাষ্ট্র চায়, ভারত তার প্রভাব প্রয়ওগ করে রাশিয়াকে বিরত করুক।

আরও পড়ুন : উন্নতি ভারতের, গণতন্ত্র সূচকে বড় লাফ! জুটল বিশেষ তকমাও

আসলে ভারত আর রাশিয়ার মিষ্টি সম্পর্কের কথা সর্বজনবিদিত। নরেন্দ্র মোদীর সাথে ভ্লাদিমির পুতিনের সম্পর্কও দারুণ মধুর। তাই রাশিয়াকে বিরত করার জন্য ভারতের দ্বারস্থ হয়েছে আমেরিকা। উল্লেখ্য, ২০২২ সালে ইউক্রেন হামলার সময় রাশিঢ়া একটি সামরিক স্যাটেলাইট উৎক্ষেপণ করেছিল। তারপর থেকেই রাশিয়ার কাজকর্ম নিয়ে খোঁজখবর নিতে শুরু করে মার্কিন যুক্তরাষ্ট্র।

আরও পড়ুন : সন্দেশখালিতে সভা বাতিল করল তৃণমূল, বদলে দলীয় মিটিংয়ের ডাক দুই মন্ত্রীর

মাস খানেকের তদন্তের পর র গোয়েন্দা সংস্থা জানতে পারে যে রাশিয়া মহাকাশ ভিত্তিক অস্ত্র তৈরির দিকে কাজ করছে। এটি মহাকাশে মোতায়েন হাজার হাজার স্যাটেলাইটের জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে। একাধিক দেশ একে অপরের সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলতে পারে। গোয়েন্দা সংস্থার ধারণা, রাশিয়া ফের একটি উৎক্ষেপণের প্রস্তুতি নিচ্ছে, যার মাধ্যমে মহাকাশে পারমাণবিক অস্ত্র মোতায়েন করা সম্ভব হবে। যদি এটি ঘটে তবে ৫০ বছরেরও বেশি পুরানো মহাকাশ চুক্তি (১৯৬৭) লঙ্ঘন হবে।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর