স্মার্টফোনে হাঁচলে অথবা কাশলেই মাত্র এক মিনিটেই জানা যাবে আপনি সংক্রমিত কি না! আসছে অ্যাপ

বাংলা হান্ট ডেস্কঃ আমেরিকার (America) এক গবেষক দাবি করেছেন যে, খুব শীঘ্রই এমন টেকনোলোজি আসতে চলেছে যার ফলে স্মার্টফোনে (Smartphone) হাঁচি অথবা কাশি দিলে জানা যাবে যে, আপনি করোনা পজেটিভ কি না। এর জন্য গবেষকদের দল একটি সেন্সর বানাচ্ছে, যেটিকে স্মার্টফোনের সাথে যুক্ত করা হবে।

coronavirus 4972480 1280

গবেষকদের দল জানায়, সেন্সরকে স্মার্টফোনের সাথে যুক্ত করলেই এক মিনিটেই জানা যাবে যে, যেই ব্যাক্তি ফোনে কাশি দিলো অথবা হাঁচি দিলো সে করোনা পজেটিভ কি না? সেন্সর বানানো টিমের প্রধান প্রোফেসর মাসুদ তবিব আজাহার বলেছেন, উনি এই সেন্সর এক বছর আগে বানানোর কাজ শুরু করেছেন।

উনি বলেন, এর প্রধান উদ্দেশ্য হল ভাইরাসের খোঁজ করা। ডিভাইসের প্রোটোটাইপ এক ইঞ্চি চওড়া। এর সাথে ব্লুটুথের মাধ্যমে স্মার্টফোনের সাথে যুক্ত করা সম্ভব হবে। ব্যবহারকারী এই অ্যাপ ব্যবহার করার জন্য নিজের চার্জিং পয়েন্টে সেন্সর লাগিয়ে এই অ্যাপ চালু করতে হবে। এই অ্যাপে এক মিনিটের মধ্যে মোবাইল ফোনের স্ক্রিনে পরিণাম সামনে আসবে।

আপনাদের জানিয়ে দিই, করোনা ভাইরাসের কারণে আমেরিকায় গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৫০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। মোট মৃতের সংখ্যা ৯০ হাজার পার করেছে।


Koushik Dutta

সম্পর্কিত খবর