বোরখা পরা মহিলার ওপর হঠাৎ করেই আক্রমণ করল মার্কিন মহিলা

বাংলাহান্ট ডেস্ক: এদিন পুনের ক্লোভার মার্কেট এরিয়ায় বাজার করতে বেরিয়েছিলেন বোরখা পরা এক মহিলা। ওই মুসলিম মহিলা পেশায় চিকিৎসক। ঠিক সেই সময়ই এক মার্কিন মহিলা এসে মুসলিম মহিলা কে তার ধর্ম জিজ্ঞাসা করে। মুসলিম পরিচয় দিতেই এই মহিলার উপর আক্রমণ করে মার্কিন মহিলা।

burqa

এই ঘটনায় পুনের ক্লোভার মার্কেট এরিয়ায় উত্তেজনা ছড়ায়। আক্রান্ত ওই মহিলা চিকিৎসক ওই মার্কিন মহিলার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ প্রাথমিক তদন্তে জানতে পেরেছেন ওই মার্কিন মহিলা মানসিক ভারসাম্যহীন।

Pune Police

এক পুলিশ অফিসার বলেছেন, ‘ঘটনাটি ঘটে যখন ৪২ বছরের ওই মার্কিন মহিলা ২৭ বছরের ডাক্তার তরুনীর কাছ থেকে তার ধর্ম কি জানতে চাই। অভিযোগকারিণী তার ধর্ম বললে ওই মার্কিন মহিলা হঠাৎ হামলা করে তার ওপর। আমরা মার্কিন দূতাবাসে ঘটনার কথা জানিয়েছি।’

পুলিশ জানান, ‘ওই মহিলাকে আটক করা হলে ওই মহিলা পুলিশ অফিসার কেও আক্রমণ করেন। আমরা ওই মহিলার বিরুদ্ধে ৩২৩ ধারা (স্বেচ্ছায় আঘাত করা) ও ৫০৪ ধারায় (ইচ্ছাকৃত অপমান ও শান্তি ব্যাহত করা) বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়।’

পুলিশ অফিসার আরো জানিয়েছেন, ‘এই ধারা গুলির অধীনে মহিলাকে গ্রেফতার করতে হলে ওয়ারেন্ট দরকার। তারপরে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং আইনি কাজ শুরু হবে।’

সম্পর্কিত খবর