বাংলাহান্ট ডেস্ক : বাণিজ্য ক্ষেত্রে ফের ফের উত্তাপ চড়তে শুরু করেছে ভারত (India-USA) এবং আমেরিকার মধ্যে। সদ্য ভারতের উপরে একচেটিয়া ২৫ শতাংশ শুল্ক চাপিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পালটা আমেরিকার পঞ্চম প্রজন্মের এফ ৩৫ যুদ্ধবিমান বেচার প্রস্তাব খারিজ করে দিয়েছে ভারত (India-USA)। ট্রাম্পের একচেটিয়া শুল্কনীতির জবাবেই নয়াদিল্লির এই পালটা জবাব বলে মনে করছে ওয়াকিবহাল মহলের একাংশ।
মার্কিন শুল্কনীতির পালটা যুদ্ধবিমান বেচার প্রস্তাব খারিজ ভারতের (India-USA)
প্রেসিডেন্টের আসনে ফিরেই শুল্ক নীতি নিয়ে একরকম বাড়াবাড়ি শুরু করেছেন ডোনাল্ড ট্রাম্প। একাধিক দেশের উপরে এর আগেই চড়া ট্যারিফ চাপিয়েছেন তিনি। এবার ফের ভারতের উপরে একপাক্ষিক ভাবে ২৫ শতাংশ শুল্ক চাপিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এখনও পালটা শুল্ক দিয়ে কোনও জবাব ভারত (India-USA) না দিলেও মার্কিন পঞ্চম প্রজন্মের ফাইটার জেট কেনায় স্পষ্টতই অনীহা প্রকাশ করেছে সরকার।
প্রস্তাব ফেরানোর কারণ কী: গত ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মার্কিন সফরের সময়েই এই যুদ্ধবিমান ভারতকে (India-USA) বেচতে চেয়ে প্রস্তাব দিয়েছিলেন ট্রাম্প। দ্বিপাক্ষিক প্রতিরক্ষা বিষয়ক সমঝোতার ক্ষেত্রে এই এফ ৩৫ বিমান বিক্রি নিয়ে বিশেষ আগ্রহ দেখিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। কিন্তু বেশ কিছু সময় ধরেই ভারত (India-USA) ‘মেক ইন ইন্ডিয়া’ নীতির উপরে ভরসা করে চলছে। যৌথ কৌশলে দেশীয় প্রযুক্তিতে তৈরি অস্ত্র এবং যুদ্ধবিমান তৈরির দিকেই ঝোঁক দেখা যাচ্ছে ভারতের। পাশাপাশি ওয়াশিংটনের সঙ্গে বাণিজ্য নীতিতে আঁচ পড়ায় এফ ৩৫ কেনা নিয়ে নয়াদিল্লি আগ্রহ দেখায়নি বলেই মত বিশেষজ্ঞদের।
আরও পড়ুন : সুরাপ্রেমীদের জন্য বিরাট দুঃসংবাদ, ভারতে বন্ধ হতে বসেছে ১৭০ বছরের পুরনো ‘ওল্ড মঙ্ক’!
যুদ্ধবিমান বেচায় আগ্রহী কেন আমেরিকা: অবশ্য পঞ্চম প্রজন্মের ফাইটার জেট এফ ৩৫ বর্তমানে উন্নত দেশগুলির সামরিক ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ হয়ে দাঁড়িয়েছে। ভারতকে (India-USA) আমেরিকার এই বিমান বেচতে চাওয়ার পেছনে দুটো কারণ রয়েছে বলেই মনে করছে কূটনীতিকরা। প্রথমত, এত উন্নত প্রযুক্তির বিমান পাকিস্তানের হাতে এখনও এসে পৌঁছায়নি। তাই এই বিমান ভারত (India-USA) কিনলে পাকিস্তানের থেকে এগিয়ে থাকবে অনেকটাই। আর সেই সূত্র ধরেই চিনকেও একটা বার্তা দেওয়া যাবে। ভারতের শক্তিবৃদ্ধি হলে সহজে ঘাঁটাতে চেষ্টা করবে না জিনপিংয়ের দেশ। তাতে যদিও লাভ আমেরিকারই।
আরও পড়ুন : এক কোটিরও বেশি আধার কার্ড নিষ্ক্রিয় করল UIDAI, বড় পদক্ষেপ কেন্দ্রের, আপনার কার্ড সুরক্ষিত তো?
তবে এখন সামরিক ক্ষেত্রে আন্তর্জাতিক মঞ্চে ভারতের কদর বেড়েছে। বহু দেশই ভারতের থেকে অস্ত্র কিনছে। অনেক দেশ আগ্রহ প্রকাশও করেছে। তাই এখন সামরিক অস্ত্র আমেরিকার থেকে কেনার ক্ষেত্রে সায় নেই নয়াদিল্লির। যদিও বাণিজ্যিক দিক দিয়ে লোকসান এড়িয়ে আমেরিকার থেকে প্রাকৃতিক গ্যাস, সোনার মতো পণ্য আমদানির ক্ষেত্রে আলোচনা শুরু হয়েছে বলে খবর সূত্রের।