এত টাকা থাকতেও শরীর ঢাকার মতো পোশাক জোটে না? বোল্ড ড্রেসের জন‍্য ট্রোল ইরা খান

বাংলাহান্ট ডেস্ক: বলিউডে অভিষেক না করেও বেশ চর্চায় থাকেন আমির খান (aamir khan) কন‍্যা ইরা খান (ira khan)। তাঁর পোশাকের পছন্দের জন‍্য বহুবার ট্রোল (troll) হতে হয়েছে তাঁকে। সম্প্রতি ভাইরাল হয়েছে ইরার কিছু ছবি যার জন‍্য তুমুল সমালোচিত হয়েছেন তিনি। ইরার পোশাক নিয়ে জোর ট্রোল শুরু হয়েছে নেটদুনিয়ায়।

বন্ধুদের সঙ্গে মুম্বইয়ের এক ইভেন্টে হাজির হন ইরা। এদিন কালো রঙের একটি কাট আউট শর্ট ড্রেসে দেখা গিয়েছিল তাঁকে। সঙ্গে ছিল বোল্ড মেকআপ। খোলা চুলে আকর্ষনীয় লুকে ধরা দিয়েছিলেন তিনি।পোশাকটি অত‍্যন্ত শর্ট ও খোলামেলা হওয়ায় মুহূর্তে ভাইরাল হয়ে যায় ইরার ছবি‌।

6e9746a4 b3bf 11ea 87e9 7390d9ea5414
ছবি প্রকাশ‍্যে আসতেই শুরু হয়ে যায় ট্রোল। কেউ কেউ বলেন কালো সেলোটেপ দিয়ে পোশাক বানিয়েছেন ইরা। আবার কেউ বলেন, ফ‍্যাশনের নামে কলঙ্ক আমির কন‍্যার এই পোশাক। একজন মন্তব‍্য করেন, এত পয়সা থাকা সত্ত্বেও পুরো শরীর ঢাকার মতো পোশাক পান না? এমনকি এক ব‍্যক্তি ইরার পোশাককে মাকড়সার জালের সঙ্গেও তুলনা করেন।

iiiiiiii 1
তবে এটাই প্রথম না। এর আগেও বহুবার ট্রোলের সম্মুখীন হয়েছেন ইরা। কখনো তাঁর ফ‍্যাশন চয়েসের জন‍্য আবার কখনো উদ্ভট ফটোশুটের জন‍্য। বলিউডে পা রাখার আগেই লাইমলাইট নিজের উপর কিভাবে বজায় রাখতে হয় তা বেশ বুঝে গেছেন ইরা খান।

অন‍্যদের তুলনায় তিনি যে বেশ ‘হটকে’ তা তাঁর ফটোশুট দেখলেই বোঝা যায়। কখনও অদ্ভূত মেকআপ করে জিভ বার করে পোজ দিচ্ছেন। আবার কখনও ভোল পাল্টে উষ্ণ দেহভঙ্গিমায় ঘুম কাড়ছেন নেটিজেনদের। সত‍্যিই তাঁর মতিগতি বোঝা দায়।

ooooooooooo
প্রসঙ্গত, খুব তাড়াতাড়িই অভিনয়ে জগতে পা রাখতে চলেছেন তিনি। তবে অন‍্যান‍্যদের মতো বড়পর্দায় নয়। তাঁর আকর্ষণ থিয়েটারের মঞ্চে। তাও আবার নিজে অভিনয় নয়, আমির কন‍্যা জানিয়েছেন পরিচালক হতে চান তিনি।

Niranjana Nag

সম্পর্কিত খবর