কোটি কোটি টাকার স্ক্যাম, গেমিং অ্যাপ কাণ্ডে এবার সল্টলেকে হানা কলকাতা পুলিশের, বাজেয়াপ্ত ২০০০ সিম

বাংলাহান্ট ডেস্ক: গার্ডেনরিচে পরিবহন ব্যবসায়ী নিসার আলির ছোট ছেলে আমির খানের বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার (Gaming App Scam) নিয়ে জোর চর্চা চলছে বিগত কয়েক সপ্তাহ ধরে। গত ১০ সেপ্টেম্বর নিসার আলির বাড়িতে তল্লাসি অভিযান চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট । ওই অভিযানেই আমির খানের ঘর থেকে ১৭.৩২ কোটি টাকা নগদ উদ্ধার করে তারা। 

এছাড়াও নিউটাউনে আমিরের এক বান্ধবীর নামে ভাড়া নেওয়া একটি ফ্ল্যাটে তল্লাসি চালানো হয়। সেখান থেকে উদ্ধার হয়েছিল শতাধিক মোবাইলের সিমকার্ড। সেগুলি পরীক্ষা করে উঠে এসেছিল শাসক দল তৃণমূলের এক কাউন্সিলর ও রাজ্যের এক মন্ত্রীর নাম।

ই-নাগেটস নামে একটি মোবাইল গেমিং অ্যাপের মাধ্যমে প্রতারণা চক্রের ফাঁদ পেতেছিল অভিযুক্ত আমির। ইতিমধ্যেই আবার এর সঙ্গে জড়িত সন্দেহে প্রায় ১২ কোটি ৮৩ লক্ষ টাকার বিটকয়েনও ফ্রিজ করা হয়েছে। এই মামলার রেশ ধরেই এবার সল্টলেকে তল্লাসি চালাল কলকাতা পুলিশ।

সল্টলেকের গোদরেজ ওয়াটারসাইড AWFIS টাওয়ার ২- এর ১২ তলায় তল্লাসি অভিযান চালানো হয়। সেখান থেকে প্রচুর নথি উদ্ধার হয়েছে। একইসঙ্গে বাজেয়াপ্ত করা হয়েছে প্রায় ২ হাজার সিম কার্ড। সূত্রের খবর, এই জায়গা ছাড়াও সল্টলেকের আরও একাধিক জায়গায় হানা দিয়েছিল পুলিশ। 

এই জায়গাগুলি থেকে বিদেশি সার্ভার খুলে প্রতারণা চক্রের ফাঁদ পাতা হয়েছিল। এমনটাই ধারণা পুলিশের প্রাথমিক তদন্তের পর। উদ্ধার হওয়া সমস্ত সিম কার্ডগুলিও প্রতারণার কাজে ব্যবহার করা হত বলে মনে করা হচ্ছে। প্রতারণার সঙ্গে জড়িত সন্দেহে এদিন ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

সার্ভার রুম থেকে উদ্ধার হওয়া যন্ত্রের মধ্যে ওয়েব ম্যানেজমেন্ট সিস্টেমেরও খোঁজ পাওয়া গিয়েছে বলে জানা যাচ্ছে। এই যন্ত্র দিয়ে অটোমেটিক ব্যাঙ্কিং-এর কাজ চালানো হত। পাশাপাশি, প্রচুর অ্যাকাউন্টের নথি ও বিভিন্ন ব্যাঙ্কের চেকবুক পাওয়া গিয়েছে বলে খবর। এ

ছাড়াও প্রায় ৩ হাজার ডেবিট কার্ড ও ৪৮৩ টি ব্যাঙ্ক কিট উদ্ধার হয়েছে বলে কলকাতা পুলিশ সূত্রে খবর। সল্টলেকের এই অফিস থেকেই ই-নাগেটস নামে ওই মোবাইল গেমিং অ্যাপে প্রতারণা চালানো হত। ভুয়ো কেওয়াইসি-র সময় এই সমস্ত অ্যাকাউন্টগুলি ব্যবহার করা হত বলে ধারণা পুলিশের। 

Avatar
Subhraroop

সম্পর্কিত খবর