‘ফুটবলপ্রেমীদের অপমান’, মেসির কাছে মুখ্যমন্ত্রীর ক্ষমা চাওয়াকে ‘কুম্ভীরাশ্রু’ বলে কটাক্ষ অমিত মালব্যর

Published on:

Published on:

Amit Malviya criticizes Mamata Banerjee's apology to Lionel Messi.
Follow

বাংলা হান্ট ডেস্ক: শহর কলকাতায় পৌঁছেছেন তিনি। অথচ, অনুরাগীরা পেলেন না দেখা। যুবভারতীতে লিওনেল মেসিকে (Lionel Messi) দেখতে না পেয়ে ক্ষুব্ধ হয়ে ওঠেন অনুরাগীরা। এমনকি, মাঠের মধ্যে রীতিমতো শুরু হয় তাণ্ডব। পরিস্থিতি এতটাই বেগতিক হয়ে যায় যে, শেষপর্যন্ত চূড়ান্ত অব্যবস্থার কারণে মেসি এবং দর্শকদের কাছে ক্ষমা চেয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

লিওনেল মেসিকে (Lionel Messi) দেখতে না পেয়ে ক্ষুব্ধ অনুরাগীরা:

এই বিষয়ে এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী। যেখানে তিনি জানিয়েছেন, ‘আজ সল্টলেক স্টেডিয়ামে যে অব্যবস্থা পরিলক্ষিত হয়েছে তা প্রত্যক্ষ করে আমি স্তম্ভিত এবং মর্মাহত। অজস্র ক্রীড়াপ্রেমীদের মতোই আমিও প্রিয় ফুটবলার মেসিকে দেখতে স্টেডিয়ামে যাচ্ছিলাম। এই দুঃখজনক ঘটনার পর আমি মেসি এবং সমস্ত অনুরাগীদের কাছে ক্ষমা চাইছি। ‘এর পাশাপাশি মুখ্যমন্ত্রী এই ঘটনার পরিপ্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করা হবে বলেও জানিয়েছেন। তবে, সামগ্রিক বিষয়টির পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই সরগরম হয়ে উঠেছে রাজনৈতিক মহল।

ইতিমধ্যেই মমতার ক্ষমা চাওয়ার এই বিষয়টিকে ‘কুম্ভীরাশ্রু’-র সঙ্গে তুলনা করেছেন বিজেপি নেতা অমিত মালব্য। এই প্রসঙ্গে সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ করে ইতিমধ্যেই তিনি একটি পোস্ট করেছেন। যেখানে তিনি জানিয়েছেন, এই ঘটনায় তৃণমূল পশ্চিমবঙ্গের মানুষের আবেগের ওপর আক্রমণ এবং ফুটবলপ্রেমীদের অপমান করেছে।

আরও পড়ুন: ভিআইপিদের ভিড়েই হলেন আড়াল! মেসিকে দেখতে না পেয়ে ক্ষুব্ধ অনুরাগীরা, বিশৃঙ্খলা যুবভারতীতে

অমিত মালব্য সরাসরি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তোপ দেগে জানান, ‘কুম্ভীরাশ্রু বন্ধ করুন। আপনার সরকার যা কিছু করে প্রতিটি ক্ষেত্রেই এই অব্যবস্থাপনা এবং চরম দুর্নীতি দেখা যায়। তৃণমূল পশ্চিমবঙ্গের মানুষের আবেগের ওপর আক্রমণ করেছে এবং ফুটবলপ্রেমীদের অপমান করেছে।’

আরও পড়ুন: বড় সাফল্য রেলের! এই দেশীয় ব্যবস্থার সম্প্রসারণের ফলে কমেছে ট্রেন দুর্ঘটনা, সামনে এল পরিসংখ্যান

তিনি তাঁর পোস্টে আরও জানিয়েছেন, ‘আপনাকে (মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়) অবশ্যই অবিলম্বে জবাবদিহি করতে হবে এবং এই ঘটনায় দায়ীদের পদত্যাগ নিশ্চিত করতে হবে। অরূপ বিশ্বাস এবং সুজিত ঘোষের বিরুদ্ধে FIR দায়ের করা উচিত। তাঁদের অবশ্যই দেরি না করে পথ থেকে সরিয়ে ফেলতে হবে এবং দর্শকরা যাঁরা এই ইভেন্টের জন্য বিপুল পরিমাণে অর্থ দিতে বাধ্য হয়েছিলেন তাঁদের টাকা ফেরত নিশ্চিত করতে হবে।’