বাংলা হান্ট ডেস্কঃ বাংলায় (West Bengal) শিল্প, কর্মসংস্থানের সুযোগ নিয়ে বিরোধীদের অভিযোগ আজকের নয়। রাজ্যে চাকরি নেই, বড় শিল্প নেই, প্রায়শয়ই এই অভিযোগ তুলে সরব হন বিরোধীরা। সিঙ্গুরে টাটা বিতাড়ন থেকে যে বিতর্ক শুরু হয়েছে, আজও তাতে ফুলস্টপ পড়েনি। যদিও পাল্টা ক্ষমতাসীন তৃণমূল সরকারের (West Bengal Government) দাবি, ক্ষমতায় আসার পর থেকে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের আয়োজন করে রাজ্য। যার ফলে প্রচুর বিনিয়োগ বাড়ছে, উত্তরোত্তর বাড়ছে রাজ্যের আয়ও। বড় বড় কোম্পানিও আসছে বলে দাবি করে থাকে রাজ্য সরকার। কিন্তু পরিসংখ্যান যেন একেবারেই উল্টো কথা বলছে। উঠে আসছে ভয়ঙ্কর চিত্র।
বিস্ফোরক পরিসংখ্যান সামনে এনে তোপ মালব্যর | Amit Malviya
একসময় ভারতের শিল্প ও সংস্কৃতির অন্যতম কেন্দ্র হিসেবে পরিচিত পশ্চিমবঙ্গের রূপ একেরেবারেই বদলে গিয়েছে গত ১৪ বছরে। ২০১১ থেকে ২০২৫ সাল পর্যন্ত সময়কালে বহু কোম্পানি এই রাজ্য থেকে তাদের কার্যক্রম গুটিয়ে পালিয়েছে। গত ১৪ বছরে ৬৬৮৮টি কোম্পানি পশ্চিমবঙ্গ ছেড়েছে! হ্যাঁ, এমনই বিস্ফোরক তথ্য সামনে আনলেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য (Amit Malviya)। শুধু কথায় নয় এবারে একেবারে বিস্তারিত তথ্য সকলের সামনে তুলে ধরলেন বিজেপি নেতা।
উল্লেখ্য, সম্প্রতি রাজ্য সভার সাংসদ তথা রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্যের (Shamik Bhattacharya) রাজ্যসভায় তোলা প্রশ্নের ভিত্তিতে এই বিস্ফোরক তথ্য সামনে এসেছে। কর্পোরেট বিষয়ক মন্ত্রকের দেওয়া তথ্যসমগ্র তুলে এদিন এই ইস্যুতে এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) সরব হয়েছেন অমিত মালব্য।
মমতা সরকারকে তোপ দেগে মালব্য লিখেছেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস সরকারের অধীনে ১ এপ্রিল, ২০১১ থেকে ৩১ মার্চ, ২০২৫ সালের মধ্যে মত ৬৬৮৮টি কোম্পানি নিজেদের নিবন্ধিত অফিস পশ্চিমবঙ্গ থেকে গুটিয়ে ভারতের অন্য কোনো রাজ্যে স্থানান্তরিত করেছে।”
পরিসংখ্যান তুলে মালব্য লিখেছেন, ২০১৫-১৬ সালের মধ্যে ৮৬৯টি, ২০১৬-১৭ সালের মধ্যে ৯১৮টি, এবং ২০১৭-১৮ সালের মধ্যে ১০২৭টি কোম্পানি পশ্চিমবঙ্গ থেকে নিজেদের ব্যবসা গুটিয়ে অন্যত্র যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। মালব্য জানিয়েছেন, বাংলা থেকে যাওয়া এই কোম্পানি গুলি নিজেদের ব্যবসার জন্য বেছে নিয়েছে অন্যান্য রাজ্যগুলিকে।
https://x.com/amitmalviya/status/1947570765106139402?t=GLQpg6cKnAUXGaGJWeOr2A&s=08
বাংলা থেকে কোথায় গিয়েছে কোম্পানি গুলি?
মহারাষ্ট্র – ১৩০৮টি কোম্পানি
দিল্লি – ১২৯৭টি কোম্পানি
উত্তরপ্রদেশ – ৮৭৯টি কোম্পানি
ছত্তিশগড় – ৫১১টি কোম্পানি
গুজরাট – ৪২৩টি কোম্পানি
রাজস্থান – ৩৩৩টি কোম্পানি
পাশাপাশি আসাম, ঝাড়খণ্ড, কর্ণাটক, মধ্যপ্রদেশ, তামিলনাড়ু এবং তেলেঙ্গানাও শত শত কোম্পানিকে নিজেদের দিকে টেনেছে।
সোশ্যাল মিডিয়ায় এই পরিসংখ্যান তুলে ধরে জোর আক্রমণ করে অমিত মালব্য লেখেন, “এটা কেবল একটি সংখ্যা নয় এটা পশ্চিমবঙ্গে চাকরি হারানো, অর্থনৈতিক পতন এবং বিনিয়োগকারীরা বাংলা উপর থেকে কিভাবে আস্থা, আত্মবিশ্বাস হারিয়েছেন তা বোঝায়।” শেষে মালব্য লেখেন, “এই অর্থনৈতিক অধঃপতনের জন্য কে দায়ী তা এখন জিজ্ঞাসা করার সময় এসেছে। ”
আরও পড়ুন: খড়্গপুরে টিকিট চেকিং অভিযান, ২৪ ঘণ্টায় কত টাকা আদায় করলেন TTE-রা? চমকে দেবে সংখ্যা
উল্লেখ্য, ২০১১ সালে সরকার পরিবর্তনের পর নতুন প্রজন্ম তাকিয়ে ছিল মমতা সরকারের দিকে। সকলেরই আশা ছিল, শিল্পোন্নয়ন ও বিনিয়োগের নতুন দিগন্ত খুলে যাবে এবারে। কিন্তু তা হয়নি। দিনদিন আরও শোচনীয় হয়েছে বাস্তবে পরিস্থিতি। রাজনৈতিক হস্তক্ষেপ, জমি জট সহ আরও হাজারো কারণে গত ১৪ বছরে বাংলার শিল্পবান্ধব পরিবেশ যে দিন দিন নষ্টের পথে গিয়েছে তারই যেন স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে আজকের এই পরিসংখ্যান।