“সবাই তোমার মতো বারবার অবসর নেয় না”, কোহলির অবসর প্রসঙ্গে আফ্রিদির বক্তব্যের পাল্টা অমিত মিশ্রার

Published On:

বাংলা হান্ট নিউজ ডেস্ক: বিরাট কোহলি সম্প্রতি ছন্দে ফিরেছেন ব্যাট হাতে। এশিয়া কাপে তিনি ভারতীয় দলের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন। করেছেন দুটি অর্ধশতরান এবং একটি শতরান। নিজের টি-টোয়েন্টি কেরিয়ারের প্রথম এবং আন্তর্জাতিক কেরিয়ারের ৭১ তম শতরানটি করেছেন প্রায় তিন বছর পর। সবমিলিয়ে তাদের প্রিয় তারকাকে ছন্দে ফিরতে দেখে খুশি ভারতীয় ক্রিকেটপ্রেমীরা।

কিন্তু এরই মাঝে বিরাট কোহলির অবসর নিয়ে মন্তব্য করে বেশ কিছুটা বিতর্ক তৈরি করেছিলেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক এবং তারকা অলরাউন্ডার শাহিদ আফ্রিদি। উপমহাদেশের বেশিরভাগ ক্রিকেটারকেই দেখা যায় অন্তত ৩৭-৩৮ বছর বয়স অবধি ক্রিকেট খেলে তারপরও তারা ক্রিকেটকে বিদায় জানানোর কথা ভাবেন। আফ্রিদি নিজেও ক্রিকেটকে বিদায় জানিয়েছেন অনেক বয়স হওয়ার পর আর অনেক বার তিনি অবসর ভেঙে আবার ফিরেও এসেছেন ২২ গজে।

পাকিস্তানের এক সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় বিরাটের অবসর প্রসঙ্গে আফ্রিদির বলেছেন বিরাট যেন যতদিন ভালো ফর্মে আছেন তার মধ্যেই অন্তত যে কোনও একটি ফরম্যাট থেকে সরে দাঁড়ান। তার মতে কোহলি আর বেশিদিন তিনটি ফরম‍্যাটে সমানতালে খেলা চালিয়ে যেতে পারবেন না। তাকে যেকোনো একটি ফরম‍্যাট থেকে নিজেকে সরিয়ে নিতে হবে এবং তিনি চান বিরাট নিজের সেরা ফর্মে থাকাকালীন সেই কাজটা করুক।

এবার বিরাট কোহলির অবসর প্রসঙ্গে মুখ খোলার জন্য আফ্রিদিকে আক্রমণ করলেন প্রাক্তন ভারতীয় লেগ স্পিনার অমিত মিশ্রা। দীর্ঘদিন ধরে ভারতের জার্সিতে সাফল্যের সাথে বোলিং করা অমিত আফ্রিদির মন্তব্য নিয়ে প্রাক্তন অলরাউন্ডারকে ব্যঙ্গ করে একটি কথা বলেছেন, যা দেখে ভারতীয় ক্রিকেট ভক্তরা বেশ উপভোগ করছেন বিষয়টিকে।

মিশ্রা আফ্রিদির সেই বক্তব্যটি টুইট করে বলেছেন, “প্রিয় শাহিদ আফ্রিদি, সব ক্রিকেটার দু-তিনবার করে অবসর নেয় না বেশির ভাগই একবারই অবসর নেয় তাই আপনি দয়া করে বিরাট কোহলিকে নিয়ে ভাবা ছেড়ে দিন।” যদিও অমিত মিশ্রার এই বক্তব্যের প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি আফ্রিদির তরফ থেকে কিন্তু ইতিমধ্যেই ক্রিকেট ভক্তরা বিষয়টি যথেষ্ট উপভোগ করছেন।

সম্পর্কিত খবর

X