অর্থমন্ত্রীর পদ থেকে ছুটি নিচ্ছেন অমিত মিত্র! কে হবেন নতুন মন্ত্রী? জল্পনা রাজনৈতিক মহলে

বাংলাহান্ট ডেস্কঃ মেয়াদের ৬ মাস সময় শেষ হলেই, রাজ্যের অর্থমন্ত্রীর আসন থেকে সরে দাঁড়াবেন অমিত মিত্র (Amit Mitra)। তৃণমূল সূত্রের খবর, নতুন করে আর কোন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চাইছেন না অমিত মিত্র। বয়স এবং স্বাস্থ্যজনিত সমস্যার কারণে এবারে এই পদ থেকে অব্যহতি চান তিনি এবং বিদেশে গিয়ে মেয়ের কাছে কিছুদিন কাটাবেন বলেও জানা গিয়েছে।

২০১১ সাল থেকেই তৃণমূলের পক্ষ থেকে রাজ্যের অর্থমন্ত্রীর পদ সামলে আসছেন অমিত মিত্র। রাজ্যরে বিপুল দেনা সামলে নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করা থেকে শুরু করে কঠিন সময়, সব সময়েই রাজ্যের অর্থ দফতর সামলেছিলেন তিনি। কিন্তু বর্তমান সময়ে বয়স এবং স্বাস্থ্যজনিত সমস্যার কারণে আর আগের মত বাইরেও বেরোতে পারছেন না তিনি। চিকিৎসকের পরামর্শ মত, বাড়িতে থেকেই সমস্ত কাজকর্ম সামলাচ্ছিলেন।

787095 mamata banerjee pti

চলতি মরশুমে নির্বাচনের পূর্বে অর্থমন্ত্রীর বদলে বাজেট পেশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজেই। আর বিধানসভা বাজেট অধিবেশনে সেই কাজে করেন তৃণমূলের পার্থবাবু। তবে বেশকিছু দিন ধরেই দলের অন্দরে অর্থমন্ত্রীকে নিয়ে চলতে থাকা নানারকম জল্পনা কল্পনার অবসান হল।

একুশের নির্বাচনের আগেই নির্বাচন থেকে মুখ্যমন্ত্রীর কাছে ছুটি চেয়েছিলেন, অমিত মিত্র। তাঁর কথা মেনে নিয়েই খড়দহ কেন্দ্র থেকে তাঁর সাফল্য বাঁধা থাকলেও, তাঁকে টিকিট দেয়নি তৃণমূল। তবে মুখ্যমন্ত্রীর অনুরোধেই ৬ মাস থেকে যেতে রাজী হন অর্থমন্ত্রী। তবে এই ৬ মাস সময় শেষ হলেই, অর্থমন্ত্রীর পদ থেকে ছুটি নেবেন অমিত মিত্র। এবার সেই জায়গায় কাকে বসানো হবে, তা নিয়ে জোর জল্পনা কল্পনা শুরু হয়েছে দলের অন্দরেই। তবে সূত্রের খবর, অর্থমন্ত্রীর পদ ছেড়ে দিলেও, অর্থ দপ্তরের উপদেষ্টা হিসেবে থাকতে পারেন অমিত মত্র।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর