দিল্লীর ফলাফলের পর অমিত শাহ’র প্রথম বয়ান, হার-জিত না, বিচারধারার জন্য নির্বাচনে লড়ি আমরা

বাংলা হান্ট ডেস্কঃ দিল্লী বিধানসভা নির্বাচনে (Delhi Election) আম আদমি পার্টির (AAP) বাম্পার জয় আর বিজেপির (BJP) মাত্র সাতটি আসনে গুটিয়ে যাওয়ার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী তথা বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি অমিত শাহ (Amit Shah) মুখ খোলেন।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ একটি ব্যাক্তিগত চ্যানেলের অনুষ্ঠানে দিল্লী নির্বাচনের সাথে যুক্ত একটি প্রশ্নের জবাবে বলেন, আমরা নির্বাচন শুরু হার আর জিতের জন্য লড়িনা।

উনি বলেন, বিজেপি এমনই একটা দল যারা বিচারধারার জন্য লড়াই করে। অমিত শাহ দিল্লীতে বিজেপির হারের পরেও সিএএ আর এনআরসি নিয়ে পিছু হটবেন না বলে ইঙ্গিত দেন। উনি বলেন CAA আর NRC কে নির্বাচনে জয় অথবা হার দিয়ে বিচার করা উচিৎ না।

আপনাদের জানিয়ে রাখি সিএএ এর বিরুদ্ধে দিল্লীর শাহিনবাগে ধরনায় বসার পর দিল্লীর রাজনৈতিক পরিসংখ্যান অনেকটাই বদলেছে। একদিকে শাহিনবাগ এলাকায় যেই বিধানসভায় পড়ে, সেখানে আম আদমি পার্টি বিপুল জয় পেয়েছে। আরেকদিকে শাহিনবাগে ধরনা প্রদর্শন এবং সিএএ এর প্রতিবাদে দিল্লীর মুসলিম এলাকা গুলোতে এবার ভোট পড়েছে চোখে পড়ার মতো।


Koushik Dutta

সম্পর্কিত খবর