বাংলা হান্ট ডেস্ক : এমনিতেই নাগরিকত্ব বিল পাশ নিয়ে জোর জল্পনা চলছে আর এর মধ্যেই এ বার পুলিশ বিশ্ববিদ্যালয় গড়ার কথা ঘোষণা করল কেন্দ্র। নাগপুরে রাজ্যের পুলিশ প্রধান এবং আইজির নিয়ে বৈঠক উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে রবিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দেশে পুলিশ বিশ্ববিদ্যালয় তৈরির পাশাপাশি আইপিসি ও সিআরপিসি তে পরিবর্তন আনার ব্যাপারে জোর দেওয়া হবে বলে জানান
একই সঙ্গে পুলিশের ভূয়সী প্রশংসা করে পুণেতে পুলিশের জন্য বিশ্ববিদ্যালয় গঠন করার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এদিনের সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী একই ছাদের তলায় সমস্ত পুলিশ দেখে বৈচারেক কুম্ভ বলে আখ্যা দেন। পাশাপাশি এই সম্মেলনের মঞ্চ থেকে দেশের সমস্ত সেরা থানাগুলিকে পুরস্কৃতও করা হয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে।
পুলিশের বিশ্ববিদ্যালয় তৈরি হলে দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী তৈরি করা যাবে এবং বিশ্ববিদ্যালয় তৈরি হলে তদন্তের গতি তরান্বিত করা যাবে বলেও মন্তব্য করেছেন অমিত শাহ। তবে এ দিনের সম্মেলনে যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আসলে হায়দরাবাদের তরুণী গণধর্ষণ এবং খুন কাণ্ডে যে ভাবে পুলিশের হাতে এনকাউন্টার হতে হয়েছে চার অভিযুক্তদের
তাই তেলেঙ্গানা পুলিশের ভূয়সী প্রশংসায় পঞ্চমুখ হয়েছে কেন্দ্রীয় নেতৃত্বরা। তাই তো এবার তদন্তের গতিপ্রকৃতি এগিয়ে নিয়ে যেতে কেন্দ্রের তরফে পুলিশি বিশ্ববিদ্যালয় গঠনে বিশেষ জোর দেওয়া হচ্ছে।