২ রা মের আগে সেরে উঠুন দিদি, পায়ে হেঁটে রাজ্যপালকে ইস্তফাপত্র দিতে হবেঃ অমিত শাহ

বাংলাহান্ট ডেস্কঃ সকালের দিলীপ ঘোষের মন্তব্যের একই সুর শোনা গেল জামালপুরের সভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) গলায়। ১২২ আসনে বিজেপি জিতছে- দিলীপ ঘোষের এমন মন্তব্যের থেকেও কয়েক পদক্ষেপ এগিয়ে ভেবে রাখলেন অমিত শাহ। রাজ্যপালের কাছে পায়ে হেঁটে মমতা ব্যানার্জিকে ইস্তফা দেওয়ার জন্য, তাঁর দ্রুত আরোগ্য কামনা করলেন অমিত শাহ।

রাজ্যে পঞ্চম দফার ভোট সম্পন্ন হয়েছে। তার মধ্যেই রক্তাক্ত হয়েছে বাংলার মাটি। চতুর্থ দফার রেশ কিছুটা দেখা গিয়েছিল পঞ্চম দফাতেও। তবে এরই মধ্যে আত্মবিশ্বাসের সুরে রবিবার মর্কিং ওয়াক থেকে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বললেন, ‘১৮০ টি আসনের মধ্যে ১২২ টিতে জিতে গেছে বিজেপি’।

AS 1 1

দিলীপ ঘোষের এই আত্মবিশ্বাসের সুর শোনা গেল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের গলাতেও। জামালপুরে জনসভা থেকে তিনি বললেন, ‘এই ৫ দফায় দিদির গুণ্ডারা কিছু করতে না পারায় হতাশায় ভুগছেন দিদি। ৫ দফা নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসনই বিজেপির পক্ষে গেছে। তাই তাড়াতাড়ি ২ রা মের আগে সেরে উঠুন দিদি, যাতে করে আপনি নিজের পায়ে হেঁটেই রাজ্যপালের কাছে পদত্যাগপত্র জমা দিতে পারেন’।


Smita Hari

সম্পর্কিত খবর