‘ভাইপোর কাটমানি যায় দিদির কাছে’, সোজাসুজি মমতা ব্যানার্জিকে আক্রমণ করলেন অমিত শাহ

বাংলাহান্ট ডেস্কঃ বাংলায় প্রথম দফা ভোটের আর মাত্র কয়েকটা দিন বাকি। তার আগে শেষ রবিবার অর্থাৎ আজ শাসকদল তৃণমূল ( TMC ) এবং প্রধান বিরোধীদল বিজেপি ( BJP ) তাদের নির্বাচনী প্রচারে এক বিন্দু ফাঁক রাখতে চাইছে না। সেই মত এই প্রথম বাংলায় একইদিনে আলাদা আলাদা প্রচার মঞ্চের মাধ্যমে নির্বাচনী সভা করছে মোদী-অমিত শাহ ( Modi – Amit Shah )। দু’জনে রাজ্যে প্রচার সেরে গেলেও একইদিনে জনসভা করেননি। আজ দুপুর একটা থেকে বাঁকুড়ায় তিলাবেদিয়া মাঠে সভা ছিল মোদীর। তার আগে বেলা ১২ টা ৩০ মিনিটে এগরায় জনসভা আমিত শাহের।

এদিন একেরপর এক দুর্নীতির ‘অভিযোগে’ এগরার জনসভা থেকে মমতাকে আক্রমণ শানিয়ে গেলেন অমিত শাহ। তিনি বলেন, ” মমতা দি, নিজের ভাইপো-কে মুখ্যমন্ত্রী ( Mamata Banerjee ) করতে চাইছেন। আর মোদীজি চাইছেন সোনার বাংলা গড়তে। এখন বাংলার মানুষ ঠিক করবেন তারা কি চায়।” এমনকি এদিন কাটমানি প্রসঙ্গ টেনে এনে মমতাকে একহাত নেন অমিত শাহ। তিনি বলেন, “সব কাজে কাটমানি দিতে হচ্ছে। তোলাবাজি হচ্ছে। আর মমতাদিদি বলেন যে ৫০০ টাকা নিয়েছে, তাতে কী হয়েছে। আরে মমতাদিদি আপনার বিষয়টা আলাদা। ভাইপোর কাটমানি আপনার কাছে আসে। বাংলার গরিব শ্রমিক, মৎস্যজীবীদের কাছে ৫০০ টাকা অনেক বড়। বিজেপি ক্ষমতায় এলে আপনাদের পাঁচ আনাও কাটমানি দিতে হবে না।” এই পথেই তৃণমূল সুপ্রিমোর মেদেনীপুর সফরের দিনেই মমতা এবং অভিষেককে নিশানা করেন অমিত শাহ।

Amit

এদিন এগারার জনসভা থেকে অমিত শাহ বাংলায় বিজেপি ক্ষমতা এলে একাধিক ঘোষণার কথাও জানিয়ে গেলেন। তিনি বলেন, বিজেপি ক্ষমতায় এলে চাষিদের বছরে ১০ হাজার টাকা দেওয়া হবেও মৎস্যজীবীদের বছরে দেওয়া হবে ৬ হাজার টাকা । সপ্তম বেতন কমিশন লাগু করার কথাও ঘোষণা করেন অমিত ( Amit Shah )। তিনি বলেন, শিক্ষকদের বেতন বাড়ানো হবে, মাহিষ্য সমাজকে ওবিসি শ্রেণির আওতায় আনা হবে, এমনকি সরকারি চাকরিতে মহিলাদের ৩৩ শতাংশ সংরক্ষণের কথাও ঘোষণা করেন।

অমিত এদিন তৃণমূল সরকারকে একহাত নিয়ে বলেন, সবাই ভোট দিতে পারে, এমন ব্যবস্থা চাই।, তবে যে সরকার দুর্গা ও সরস্বতী পুজো করতে দেয় না, সেই সরকারের ক্ষমতায় থাকার কোনও অধিকার নেই। এদিন অনুপ্রবেশকারী ইস্যুতেও রাজ্য সরকারকে তুলোধোনা করেন আমিত। এই সব ইস্যুর কেন্দ্র বিন্দুতে শাহের দাবি একটাই। তৃণমূলকে ক্ষমতা থেকে উৎখাত করা। এগরার সভা থেকে তৃণমূলকে উৎখাতের ডাক দেন অমিত শাহ।


সম্পর্কিত খবর