দিল্লিতে জুলাইয়ে ৫.৫ লাখ সংক্রমণ হবে না, চ্যালেঞ্জ নিলেন অমিত শাহ

বাংলাহান্ট ডেস্কঃ দেশের রাজধানী দিল্লিতে (delhi) হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ। ইতিমধ্যে আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে ৯০ হাজারের কাছাকাছি, মৃত ২৫৫৮। দিল্লিবাসী ইতি মধ্যে গোষ্ঠী সংক্রমণের ভয়ে কাঁটা। দিল্লির উপ মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া জানিয়েছিলেন, জুলাইয়ে সাড়ে ৫ লাখ ছাড়িয়ে যাবে আক্রান্ত। এবার সেই কথাকেই চ্যালেঞ্জ করলেন অমিত শাহ (amit shah)। সাংবাদিক সম্মেলনে তিনি জানালেন, দিল্লিতে কিছুতেই ৫.৫ লাখ করোনা রোগীর সংখ্যা হতে দেবেন না।

amit 222

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর দাবি, তিনি বিশেষজ্ঞদের সাথে কথা বলেছেন। দিল্লির অবস্থা ততটা ভয়ংকর নয়। এখনো গোষ্ঠী সংক্রমণ শুরু হয়নি দেশের রাজধানী দিল্লিতে। তিনি জানিয়েছেন, একাধিক ব্যাবস্থা নেওয়া হয়েছে দিল্লিতে। ৫.৫ লাখ করোনা আক্রান্তের পরিস্থিতি দিল্লিতে হবে না৷

দিল্লির করোনা পরিস্থিতি নিয়ে বার বার আশঙ্কার কথা জানিয়েছেন, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও উপ মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া। দিল্লি সরকার, দিল্লির সরকারি ও বেসরকারি হাসপাতালগুলিতে চিকিত্সা হবে একমাত্র দিল্লিবাসীর এই ফরমান জারি করলেও তা বাতিল হয়ে গিয়েছে। দিল্লির উপ মুখ্য মন্ত্রীর দাবি, জুলাইয়ের শেষে ৯০ হাজারের বেশী শয্যা প্রয়োজন হবে। আক্রান্ত সংখ্যা ছাড়াবে সাড়ে ৫ লাখ।

বিপরীতে দাঁড়িয়ে আজ অমিত শাহ জানিয়েছেন, রাজ্য সরকারের সঙ্গে সহায়তায় করোনা মোকাবিলায় মোদি সরকারও অত্যন্ত সক্রিয়। কিছু দিন আগে দিল্লিতে রোজ ৪,৫০০ করোনা টেস্ট হতো। এখন তা বেড়ে দাঁড়িয়েছে ১৬,০০০। সুতরাং আরো অনেক করোনা আক্রান্ত ধরা পড়লেও ভাইরাস সংক্রমণ ছড়িয়ে পড়া আটকানো যাবে।

সম্পর্কিত খবর