পাঁচ দফায় বিজেপির ঝুলিতে ১২২টি আসন নিশ্চিত, দাবি আত্মপ্রত্যয়ী অমিত শাহের

বাংলাহান্ট ডেস্কঃ রাজ্যে মিটেছে পাঁচ দফার ভোট পর্ব। বাকি রয়েছে আরও চার। সেই মত পরবর্তী দফার ভোটগ্রহণকে পাখির চোখ করে ফের নির্বাচনী প্রচারে ঝাঁপিয়ে পড়েছেন বিজেপির ‘সেকেন্ড ইন কমান্ড’ অমিত শাহ। ভোট পঞ্চমীর পরেই আজ অর্থাৎ রবিবার তিনি জনসভা করেন উত্তর পূর্বস্থলীর জামালপুরে। সেখান থেকে একুশের প্রেস্টিজ ফাইটে বিজেপির জয় নিশ্চিত বলে ফের হুঙ্কার তোলেন অমিত শাহ (Amit Shah)।

এদিনের প্রচার ময়দান থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন, পাঁচ দফার ভোটে বিজেপি ১২২ আসনে জয় নিশ্চিত করে ফেলেছে।’ সভার শুরু থেকেই এদিন শাসকদল তৃণমূলের (TMC) বিরুদ্ধে আক্রমণাত্মক ভঙ্গিতে সরব হন অমিত শাহ। তিনি বলেন, ‘রাজ্যের সরকার নতুন মডেল তৈরি করেছে। বোমা-গুলি-বন্দুকের জোরেই এখানে সরকার চলছে। তবে এই মডেল আর চলবে না। বিজেপি ক্ষমতায় এলে সোনার বাংলা তৈরি হবে, উন্নয়ন হবে।’

An Images

এমনকি এদিনের সভামঞ্চ থেকে তিনি ফের বিজেপির (BJP) মুখ্যমন্ত্রীর মুখ নিয়ে চর্চা করেন। তিনি বলেন, ‘বাংলার মুখ্যমন্ত্রী হবে কোনও ভূমিপুত্রই’। পাশাপাশি নন্দীগ্রামেও জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী অমিত শাহি ভঙ্গিতে দাবি করেন, ‘যতবড় নেতা, তাঁর তত বড় হার, নন্দীগ্রামে দিদির হার নিশ্চত। ব্যাপক ব্যবধানে জয়ী হচ্ছেন শুভেন্দু অধিকারীই’। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) পায়ের চোট নিয়েও এদিন কটাক্ষ করেন অমিত শাহ। তিনি বলেন, ‘২ মে অর্থাৎ ভোটের ফলাফল প্রকাশের আগে দিদির পায়ের চোট ঠিক হতে হবে। তবেই তিনি হেঁটে ইস্তফা দিতে যেতে পারবেন।’

অন্যদিকে, নির্বাচনী প্রচারে একাধিক জনসভা থেকে বিজেপির তারকা প্রচারক তথা কেন্দ্রীয় নেতাদের ‘বহিরাগত’ বলে কটাক্ষ করেছেন তৃণমুল নেত্রী। এদিন সে প্রসঙ্গেও মুখ খোলেন অমিত শাহ। তিনি বলেন, ‘দিদি হার বুঝতে পেরে গলার সুর বদলে ফেলেছেন। দিদি কথায় কথায় আমাদের বহিরাগত বলেন, কিন্তু দেশের প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী কিভাবে বহিরাগত হয়? তাঁদের কি রাজ্যের মানুষের সঙ্গে কথা বলার অধিকার নেই!’

সম্পর্কিত খবর