ইতিহাসবিদরা মোঘলদের কথাই বেশী লিখেছে! মৌর্য, গুপ্ত, অহম সাম্রাজ্যকে গুরুত্ব দেওয়া হয়নি: অমিত শাহ

বাংলা হান্ট ডেস্কঃ বিস্ফোরক দাবি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। দেশের ইতিহাস সম্পর্কে এদিন প্রশ্ন তুলে দিলেন তিনি। যদিও অতীতে একাধিক বার হিন্দু বনাম মোঘল ইতিহাস নিয়ে বিভিন্ন প্রশ্ন তুলতে দেখা যায় বিজেপির একাংশকে। অনেকে ‘একপেশে’-র প্রসঙ্গ তুলে ধরে। তবে অমিত শাহের এহেন মন্তব্য যথেষ্ট বিতর্ক সৃষ্টি করলো বলে মত বিশেষজ্ঞদের।

এদিন দিল্লিতে একটি বই প্রকাশের অনুষ্ঠানে যোগ দিয়ে অমিত শাহ বলেন, “আমাদের দেশের ইতিহাসে মোঘল সাম্রাজ্যকে যতটা গুরুত্ব সহকারে লেখা হয়েছে, তাদের সম্রাটদের জীবন কাহিনীকে যেভাবে তুলে ধরা হয়েছে, ঠিক সেই পরিমাণ গুরুত্ব দেওয়া যেত মৌর্য ও গুপ্ত সাম্রাজ্যকেও। কিন্তু তা দেওয়া হয়নি। তবে বর্তমানে ভারতের গৌরবময় অতীত সম্পর্কে অবগত হয়ে চলেছে গোটা বিশ্ব আর আমরা বিশ্ববাসীর সামনে ভারতকে সমগ্র ভাবে তুলে ধরার প্রচেষ্টায় রয়েছি।”

এদিন অনুষ্ঠান উপলক্ষ্যে ভাষণ দিতে উঠে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আমি ইতিহাসবিদদের কয়েকটি কথা বলতে চাই। আপনারা মোঘলদের ইতিহাস সম্পর্কে অতিরিক্ত লিখেছেন। কিন্তু অন্য দিকে দেখতে গেলে অসমে প্রায় 650 বছর ধরে শাসন চালিয়েছিল অহম সাম্রাজ্য, কিন্তু তাদের উল্লেখ পাওয়া যায় না। এছাড়াও 600 বছরের শাসনকালের ইতিহাস রয়েছে চোলদের। আবার অপরদিকে মৌর্য বংশ দীর্ঘ 500 বছর ধরে দেশ শাসন করে, কিন্তু তাদের কীর্তি মুঘলদের মতো তুলে ধরা হয়মি। গুপ্ত বংশের শাসনকাল যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। তবে সেই সকল ইতিহাস সম্পর্কে আমরা সম্পূর্ণভাবে অবগত নই।”

এর পরেই অমিত শাহ বলেন, “শুধুমাত্র জয় কিংবা পরাজয়ের ভিত্তিতে ইতিহাস লেখা উচিত নয়। যুদ্ধের পরিণতি কি হতে চলেছে, সেটাই হওয়া উচিত ইতিহাসের মূল ভিত্তি। আমাদের পুরানো ইতিহাস প্রসঙ্গে সকলকে অবগত করতে হবে।”

amit shah abc

বিশেষজ্ঞদের মতে, বই প্ৰকাশ অনুষ্ঠানে এদিন অমিত শাহ ইতিহাসবিদদের কটাক্ষ করে আসলে হিন্দুত্ববাদের প্রসঙ্গই তুলে ধরতে চেয়েছেন আর সেই কারণেই এহেন মন্তব্য করেন তিনি।

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর