বঙ্গজয়ের রোডম্যাপ তৈরি, কলকাতায় আসন টার্গেট বেঁধে দিলেন অমিত শাহ

Published on:

Published on:

Amit Shah Flags Infiltration Threat Sets Kolkata Target
Follow

বাংলা হান্ট ডেস্কঃ কলকাতায় অনুপ্রবেশ ইস্যুকে সামনে রেখে নির্বাচনী সুর আরও চড়াল বিজেপি। শহরে দলের কর্মীদের সঙ্গে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) স্পষ্ট জানিয়ে দিলেন যে, কলকাতার বিধানসভা আসনগুলিতে বড় জয় না পেলে অনুপ্রবেশের হুমকি ঠেকানো যাবে না। তাঁর বক্তব্য ঘিরে রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে নতুন বিতর্ক।

অবৈধ অভিবাসন প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য অমিত শাহর (Amit Shah)

বুধবার শহরে বিজেপি কর্মীদের সঙ্গে এক বৈঠকে অমিত শাহ (Amit Shah) বলেন, কলকাতার ২৮টি বিধানসভা আসনের মধ্যে অন্তত ২২টিতে বিজেপি জয়ী হলেই ‘সিটি অফ জয়’-কে অনুপ্রবেশের হাত থেকে রক্ষা করা সম্ভব হবে। বৈঠকের মূল ইস্যু হিসেবেই তিনি অবৈধ অভিবাসনের প্রসঙ্গ তোলেন। বৈঠকে উপস্থিত একাধিক বিজেপি নেতা জানান, অমিত শাহ বলেছেন, বাংলায় অনুপ্রবেশ ও দুর্নীতিই সবচেয়ে বড় সমস্যা।

এদিন অমিত শাহের (Amit Shah) বক্তব্যে উঠে আসে কলকাতার নিরাপত্তার প্রসঙ্গও। স্বরাষ্ট্রমন্ত্রীর কথায়, “আজ শুধু সীমান্ত নয়, কলকাতাও অনুপ্রবেশকারীদের হুমকির মুখে। আপনি যদি নিজেকে নিরাপদ ভাবেন, তবে ভুল করছেন। অনুপ্রবেশকারীরা ইতিমধ্যেই শহরকে নিশানা করতে শুরু করেছে। কলকাতাকে বাঁচাতে পারে একমাত্র বিজেপি এবং কেন্দ্রীয় সরকার।” অমিত শাহ এদিন আরও সতর্ক করে বলেন, “যখন বুঝবেন অনুপ্রবেশকারীরা আপনার জমি দখল করে নিয়েছে, তখন অনেক দেরি হয়ে যাবে। তাই ২০২৬ সালের নির্বাচনে তৃণমূল কংগ্রেস সরকারকে উৎখাত করতেই হবে।”

এই বৈঠকে কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, যাদবপুর এবং দমদম, এই চারটি লোকসভা কেন্দ্রের অধীনে থাকা বিজেপি কর্মীদের উদ্দেশে বক্তব্য রাখেন অমিত শাহ। এই চারটি লোকসভা কেন্দ্র মিলিয়ে মোট ২৮টি বিধানসভা আসন রয়েছে, যার বড় অংশ কলকাতা শহরের মধ্যেই পড়ে। শহরে বিজেপির নির্বাচনী ফল আশানুরূপ না হওয়ায় কর্মীদের মনোবল বাড়াতে তিনি বলেন, “দিল পে লিখ লো, ইস বার বিজেপি পাওয়ার মে আয়েগা।” অর্থাৎ, মনে গেঁথে রাখুন, এবার বাংলায় বিজেপিই ক্ষমতায় আসছে।

বিজেপি নেতাদের মতে, কলকাতায় ‘অনুপ্রবেশের গোপন হুমকি’ নিয়ে অমিত শাহের (Amit Shah) মন্তব্য তৃণমূল কংগ্রেসের ভোটব্যাঙ্ক রাজনীতির বিরুদ্ধে দলের দীর্ঘদিনের অভিযোগকে আরও জোরালো করেছে। বিশেষ করে বিশেষ নিবিড় সংশোধন বা SIR প্রক্রিয়া শুরু হওয়ার পর রাজ্য বিজেপি নেতৃত্ব রাজারহাট ও সল্টলেকের কিছু এলাকাকে অনুপ্রবেশকারীদের আশ্রয়স্থল বলে দাবি করে আসছে। বিজেপির বক্তব্য, SIR-এর মাধ্যমে এই ধরনের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়বে।

বাংলাদেশ সীমান্ত দিয়ে কথিত বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার দৃশ্য সামনে এনে বিজেপি দাবি করছে, SIR-এর আতঙ্কেই অনুপ্রবেশকারীরা পালাচ্ছে। দলের এক সিনিয়র নেতার কথায়, অনুপ্রবেশের হুমকি নিয়ে অমিত শাহের (Amit Shah) মন্তব্যে বিজেপির বহুদিনের দাবি আরও গুরুত্ব পেল।

Amit Shah says No State Schemes Will Be Stopped

আরও পড়ুনঃ বাংলার রেল মানচিত্রে নতুন পালক, প্রথম বন্দে ভারত স্লিপার পেতে চলেছে রাজ্য, কবে থেকে চালু?

অন্যদিকে, অমিত শাহের (Amit Shah) মন্তব্যের তীব্র সমালোচনা করেছে বিরোধীরা। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র অরূপ চক্রবর্তী বলেন, যদি স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন যে কলকাতায় অনুপ্রবেশকারী রয়েছে, তবে তার দায়িত্বও তাঁকেই নিতে হবে। তাঁর প্রশ্ন, অনুপ্রবেশকারীরা থাকলে নির্বাচন কমিশন কেন কোনও তালিকা প্রকাশ করেনি। সিপিএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, যদি অনুপ্রবেশকারীরা সত্যিই কলকাতায় থাকে, তবে তাদের গ্রেপ্তার করা হয়নি কেন। তাঁর অভিযোগ, মানুষকে সুরক্ষা দেওয়ার বদলে রাজনৈতিক উদ্দেশ্যে শহরে আতঙ্ক তৈরি করা হচ্ছে, যা অত্যন্ত দুর্ভাগ্যজনক।