বাংলাহান্ট ডেস্ক : রাজ্যে শিক্ষক নিয়োগে সীমাহীন (SSC Scam) দুর্নীতি এবং পার্থ চট্টোপাধ্যায়ের (Patha Chatterjee) গ্রেফতারিকে রাজনৈতিক হাতিয়ার হিসাবে কাজে লাগান। নিজেদের মধ্যে সমস্ত দ্বন্দ্ব ভুলে ঐক্যবদ্ধ ভাবে রাজনৈতিক কর্মসূচি চালিয়ে যান। এই সুযোগে আরও জনসংযোগ বাড়ান। ব্লকে ব্লকে জোরদার করুন আন্দোলন। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে (Opposition Leader Suvendu Adhikari) এমনই একাধিক পরামর্শ দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Home Minister Amit Shah)।
সূত্রের খবর, শিক্ষক দুর্নীতি নিয়ে তৃণমূলের বিরুদ্ধে শুভেন্দু অধিকারীর যাবতীয় নালিশ শোনেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তারপর তিনি শুভেন্দুকে বলেন, শিক্ষক দুর্নীতিতে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হওয়ার পর ভারতীয় জনতা পার্টির রাজনৈতিক অস্ত্র হিসেবে বিষয়টিকে নিয়ে সাধারণ মানুষের কাছে পৌঁছনোর প্রয়োজন ছিল। কিন্তু, বাস্তবে তা হয়নি। এর কারণ, দলের রাজ্য নেতৃত্বের মধ্যে মারাত্মক সমন্বয়ের অভাব। শুভেন্দুকে অমিত শাহ স্পষ্ট জানিয়ে দেন, দলের মধ্যে উপদল তিনি মোটেই বরদাস্ত করবেন না।
রাজ্য বিজেপির সুকান্ত মজুমদার, প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ এবং সাধারণ সম্পাদক(সংগঠন) অমিতাভ চক্রবর্তীদের সঙ্গে সমন্বয় রেখেই কাজ করতে হবে।দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এই বিষয়ে বলেন, ‘আমরা একটানা কর্মসূচি ঘোষণা করেছি। কিন্তু রাজ্য সরকার কর্মসূচির জন্য অনুমতি দিচ্ছে না। তা সত্ত্বেও জেলাস্তরে মহাকুমা স্তরে এবং ব্লক স্তরে স্বতঃপ্রণোদিত ভাবে বিক্ষোভ হচ্ছে। আগামী দিনে শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে আরও বড় আন্দোলন করবে বিজেপি।’
এদিন এনডিএ শিবিরের উপ রাষ্ট্রপতি পদপ্রার্থী জগদীপ ধনকড়ের সঙ্গে দেখা করেন শুভেন্দু। বঙ্গভবনে তাঁর সঙ্গে মধ্যাহ্নভোজে সারেন। এরপর দলের প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে তাঁর বাড়ি যান। দেখা করেন দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গেও। দেখা করবেন অসামরিক বিমান পরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার সঙ্গেও। দিনভর একগুচ্ছ কর্মসূচি সেরে এদিন রাতেই কলকাতায় ফেরেন শুভেন্দু। তিনি জানান, এরপর ১১ আগষ্ট আবারি দিল্লি যাবেন তিনি। উপরাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠানে রাজ্যের বিরোধী দলনেতা উপস্থিত থাকবেন বলেই জানা যাচ্ছে।