বাংলা দখল নয়, আমাদের আসল লক্ষ্য আলাদা! বিজেপি কর্মীদের শাহী মন্ত্র দিয়ে গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলা হান্ট ডেস্কঃ বাংলায় হিংসার আবহে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বঙ্গ সফরের দিকে নজর ছিল রাজনৈতিক মহলের। বাংলায় যখন একের পর এক হিংসার ঘটনা ঘটে চলেছে, সেই মুহূর্তে বঙ্গে পা রেখে কি বার্তা দেন অমিত শাহ এবং কিভাবে দলীয় কর্মীদের চাঙ্গা করেন, সেটাই ছিল তাঁর সফরের প্রধান দিক। আর এবার দলীয় কর্মীদের সঙ্গে বৈঠকে তাদের উদ্দেশ্যে বার্তা দিয়ে তিনি বুঝিয়ে দিলেন যে, বাংলায় ক্ষমতা দখল করা আসল উদ্দেশ্য নয় বরং দলের শক্তি বৃদ্ধি হল বিজেপির প্রধান লক্ষ্য।

এছাড়াও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী গতকাল দলীয় কর্মীদের সঙ্গে বৈঠকে 2024 সালে লোকসভা ভোটে বিজেপির ভালো ফল হওয়ার প্রসঙ্গে মতপ্রকাশ করেন। গতকাল কলকাতার একটি ফাইভ স্টার হোটেলে রাজ্য বিজেপি নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসেন অমিত শাহ। সেখানে প্রথমেই সিবিআই প্রসঙ্গ টেনে এনে বলেন, “শুধুমাত্র সিবিআইয়ের ভরসা করে থাকলে হবে না। নিজেদের লড়াই আপনাদেরকে নিজেদেরই লড়তে হবে। বাংলায় তৃণমূল বিপুল সংখ্যক জনমত নিয়ে ক্ষমতায় এসেছে। ফলে সিবিআই দিয়ে খুব জোর তদন্ত করা যাবে, তাদেরকে জেলে পুরে রাখা কখনোই সম্ভব হবেনা।”

   

এছাড়াও তিনি এদিন দলীয় কর্মীদের উদ্বুদ্ধ করার জন্য বলেন, “আপনাদের লড়াই চালিয়ে যেতে হবে। আমরা যখন কেন্দ্রের বিরোধী দল ছিলাম, তখন আমার অনেক হাড় ভেঙেছিল। আমার বিরুদ্ধে বহু খুনের মামলা দেওয়া হয়েছিল। তা সত্বেও লড়াই চালিয়ে গেছি। আপনাদের যাদের মনে হয় যে কিছু না করেই সব হয়ে যাবে, তারা বাড়ি যেতে পারেন।” এছাড়াও অমিত শাহ বলেন, “আপনারা যদি আমাদের কেন্দ্রীয় প্রকল্পের প্রচার ঠিক মতো করেন, তবে আমরা বাংলায় আরো শক্তি বৃদ্ধি করতে পারব। আপনারা হতাশ হয়ে পড়বেন না, যেভাবে 3 টি আসন থেকে বিধানসভায় আমরা 77-এ পৌঁছেছি, তা আমাদের বড় সাফল্য। 2024 সালে লোকসভা নির্বাচনে আমরা 2019 সালের থেকেও আরো বেশি ভোট পাব।”

বৈঠকে উপস্থিত বিজেপি নেতাদের উদ্দেশ্যে তিনি আগামীতে কি কি করা দরকার, সেই সম্পর্কে পরামর্শ দেন। তিনি বলেন, “বাংলা ক্ষমতা দখল করা আমাদের লক্ষ্য নয়। আমাদের উদ্দেশ্য হল বাংলায় বিজেপির শক্তি বৃদ্ধি। পশ্চিমবঙ্গের তিনটি প্রতিবেশী দেশ বাংলাদেশ, নেপাল ও ভুটান এবং তার পাশেই রয়েছে চীন। দেশের কথা ভেবে আমাদের জাতীয়তাবাদী শক্তির বৃদ্ধি করা দরকার আর সেই কারণেই আমাদের বাংলার মাটি আঁকড়ে পড়ে থাকতে হবে। তৃণমূল নামক পাপকে বাংলা থেকে আমাদেরকে অপসারণ করতেই হবে। তার জন্য চাই লড়াই, আপনার হাল ছাড়বেন না।”

গত বছর বিধানসভা নির্বাচনের পর এই প্রথম বাংলা সফরে আসেন অমিত শাহ। তাঁকে নিয়ে দলীয় কর্মীদের মধ্যে ক্ষোভ ছিলো যথেষ্ট। আর সেই ক্ষোভের আঁচ বুঝতে পেরেই এদিন তিনি ঘোষণা করেন যে, এরপর থেকে একাধিক বার বাংলা সফরে আসবেন তিনি। দলীয় কর্মীদের আশ্বাস দিয়ে তিনি বলেন, “বুথ কমিটি গঠন করতে আমাদের জোর দিতে হবে। আপনারা এখন থেকে নিরন্তর কর্মসূচি চালু করুন।”

AS 1 2

এক্ষেত্রে বামেদের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াইয়ের প্রসঙ্গ তুলে ধরেন অমিত শাহ এবং কেন্দ্রের সহায়তা প্রসঙ্গে বলেন, “আমি বর্তমানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে এসেছি। কিন্তু আগামী দিনে আমি যদি সেই পদে নাও থাকি তবুও একজন বিজেপি কর্মী হিসেবে বাংলার বারবার আসবো। আপনারা শুধু আপনাদের লড়াই চালিয়ে যান, আমরা বাংলায় শক্তি বৃদ্ধি করবই।”

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর