২৭ জনের মৃত্যু! কাশ্মীরে জঙ্গি হামলায় চরম হুঁশিয়ারি মোদীর, উপত্যকার উদ্দেশ্যে রওনা হলেন অমিত শাহ

Published On:

বাংলাহান্ট ডেস্ক : ফের অশান্ত কাশ্মীর (Jammu and Kashmir)। আবারও রক্ত ঝরল ভূস্বর্গে। এবার হামলা পর্যটকদের উপরে। মঙ্গলবার পহেলগাঁওয়ের একটি রিসর্টে জঙ্গি হামলায় অন্তত ২৭ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। গুরুতর আহত হয়েছেন আরো ১২ জন। এই ঘটনায় তীব্র নিন্দা করে সৌদি আরব থেকে বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, হামলার সঙ্গে যুক্ত কাউকে ছাড়া হবে না।

কাশ্মীরের (Jammu and Kashmir) হামলায় বার্তা নরেন্দ্র মোদীর

এক্স হ্যান্ডেলে নরেন্দ্র মোদী লিখেছেন, ‘জম্মু কাশ্মীরের পহেলগাঁওতে জঙ্গি হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। যাঁরা প্রিয়জনকে হারিয়েছেন তাঁদের প্রতি আমার সমবেদনা রইল। আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুক, এই প্রার্থনা করি। সবরকম সাহায্য করা হবে তাঁদের। যারা এই ঘৃণ্য ঘটনার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের বিচারের আওতায় আনা হবে, কাউকে ছাড়া হবে না! তাদের ঘৃণ্য চক্রান্ত কখনোই সফল হবে না। সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের লড়াইয়ের লক্ষ্য অবিচল এবং আরো শক্তিশালী হবে’।

Amit shah going to jammu and kashmir after narendra modi message

অমিত শাহকে নির্দেশ মোদীর: এই মুহূর্তে সৌদি আরব সফরে রয়েছেন মোদী। হামলার খবর পাওয়ার পরেই এই বার্তা দিয়েছেন তিনি। সেইসঙ্গে জেড্ডা থেকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কাশ্মীরে (Jammu and Kashmir) যাওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। পরিস্থিতি খতিয়ে দেখে দ্রুত পদক্ষেপের নির্দেশ দিয়েছেন তিনি। অন্যদিকে হামলার পরেই জঙ্গিদের খোঁজে গোটা এলাকায় তন্নতন্ন করে তল্লাশি শুরু করেছে সেনা।

আরো পড়ুন : শোভন-রত্নার ডিভোর্স মামলা! ‘ডেডলাইন’ বেঁধে বিরাট নির্দেশ সুপ্রিম কোর্টের

কী বললেন স্বরাষ্ট্রমন্ত্রী: কয়েক মাস পরেই শুরু হতে চলেছে অমরনাথ যাত্রা। তার আগেই অনন্তনাগ জেলার পহেলগাঁওতে রিসর্টে হামলা চালায় জঙ্গিরা। ঘটনায় ফের আতঙ্ক ছড়িয়ে পড়েছে ভূস্বর্গে। ইতিমধ্যেই কাশ্মীরের (Jammu and Kashmir) উদ্দেশে রওনা হয়ে গিয়েছেন অমিত শাহ। এক্স হ্যান্ডেলে তিনিও হুঁশিয়ারি দিয়ে লিখেছেন, যারা এই সন্ত্রাসের ঘটনার সঙ্গে যুক্ত তারা কেউ রেহাই পাবে না। তাদের চরমতম শাস্তির আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

আরো পড়ুন : এখনও রাস্তায় চাকরিহারা শিক্ষকরা, গোপনে DI দের কাছে পৌঁছে গেল ‘যোগ্য’দের তালিকা!

ঘটনার পরেই রামবান থেকে শ্রীনগরে ফিরে এসেছেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেছেন, পর্যটকদের উপরে এই হামলা কাপুরুষদের কাজ। হামলাকারীরা অমানবিক, পশু। আক্রান্তদের প্রতি সমবেদনা জানিয়ে তিনি জানান, সহকর্মী সাকিনা ইতুরের সঙ্গে কথা বলেছেন তিনি। আহতদের দেখার জন্য তিনি হাসপাতালে পৌঁছেছেন।

Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

X