বাংলা হান্ট ডেস্কঃ ভোটের আগে বাংলায় এসে দলীয় বৈঠকের পাশাপাশি সরাসরি সাংবাদিকদের মুখোমুখি হলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। সেখানেই তিনি শুধু নির্বাচনের সময় নয়, কবে বাংলায় বিজেপি সরকার গঠিত হবে, তার দিনক্ষণও স্পষ্ট করে জানিয়ে দিলেন। একই সঙ্গে ২০২৬ সালের বিধানসভা ভোটের প্রধান ইস্যু কী হবে, তাও পরিষ্কার করে দিলেন তিনি।
বাংলায় ভোট কবে? ইঙ্গিত দিলেন অমিত শাহ (Amit Shah)
এদিন সাংবাদিক বৈঠকে অমিত শাহ (Amit Shah) জানান, ২০২৬ সালে পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট হবে এপ্রিল মাসেই। এই প্রসঙ্গে তিনি বলেন, “আগামী বছর এপ্রিল মাস পর্যন্ত বাংলার জন্য খুব গুরুত্বপূর্ণ। এপ্রিলেই এই রাজ্যে বিধানসভা নির্বাচন হবে।” এরপরই আরও এক ধাপ এগিয়ে তিনি বলেন, “১৫ এপ্রিল ২০২৬-এর পর বাংলায় বিজেপি সরকার গঠন হবে।” দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপি ক্ষমতায় আসবে বলেও দাবি করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
কোন ইস্যুতে ভোটে লড়াই হবে?
এবারের বিধানসভা নির্বাচন অনুপ্রবেশ ইস্যুতেই হবে বলে স্পষ্ট করে দেন অমিত শাহ (Amit Shah)। তিনি বলেন, “ভয়, দুর্নীতি আর কুশাসনে বাংলার মানুষ আজ চিন্তিত, উদ্বিগ্ন এবং ভীত।” অনুপ্রবেশ প্রসঙ্গে অমিত শাহর দাবি, বিজেপি ক্ষমতায় এলে এমন শক্তিশালী জাতীয় নিরাপত্তা ব্যবস্থা তৈরি করা হবে, যাতে বাংলায় অনুপ্রবেশ পুরোপুরি বন্ধ হয়ে যায়। তিনি বলেন, “এমন মজবুত রাষ্ট্রীয় গ্রিড বানাব যে বাংলায় মানুষ তো দূরের কথা, পাখিও ঢুকতে পারবে না।”
মুখ্যমন্ত্রীকে সরাসরি প্রশ্ন অমিত শাহর
সাংবাদিক বৈঠক থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন ছুড়ে দেন অমিত শাহ (Amit Shah)। তিনি বলেন, “মমতাজি, কোন সরকার আছে যারা সীমান্তে বেড়া দেওয়ার জন্য জমি দেয় না? আপনি উত্তর না দিলে আমি বলছি, শুধু আপনার সরকারই এমন করে।” অসম ও ত্রিপুরার উদাহরণ টেনে তিনি বলেন, “ওই রাজ্যগুলোতে অনুপ্রবেশ কীভাবে বন্ধ হয়েছে, তার জবাব দিন।” স্বরাষ্ট্রমন্ত্রীর অভিযোগ, পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ হচ্ছে মুখ্যমন্ত্রীর প্রশ্রয়েই এবং অনুপ্রবেশকারীদের আশ্রয় দেওয়া হচ্ছে।

আরও পড়ুনঃ আলুর দামে হু হু করে পতন! রেকর্ড সস্তা বাজার, আরও কমবে কি দাম?
অমিত শাহের (Amit Shah) বক্তব্য, বাংলার সীমান্ত দিয়ে যে অনুপ্রবেশ হচ্ছে, তা শুধু রাজ্যের সমস্যা নয়, এই ঘটনা গোটা দেশের নিরাপত্তার সঙ্গে জড়িত। তাই বাংলার মানুষের কাছে তিনি আবেদন জানিয়ে বলেন, “এমন শক্ত সরকার এখানে আনুন, যারা অনুপ্রবেশ পুরোপুরি বন্ধ করে দেবে।” ভোটের আগে বাংলায় এসে এদিন সম্ভাব্য সরকার গঠনের দিন এবং ভোটের মূল ইস্যু, সবকিছু একসঙ্গে তুলে ধরলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।












